Homeখবরদেশএ বছর তাপপ্রবাহ আগেভাগেই শুরু, উদ্বেগজনক কারণ জানালেন বিজ্ঞানীরা

এ বছর তাপপ্রবাহ আগেভাগেই শুরু, উদ্বেগজনক কারণ জানালেন বিজ্ঞানীরা

প্রকাশিত

চলতি বছর ভারতে প্রত্যাশার চেয়েও আগেভাগেই তাপপ্রবাহ শুরু হয়েছে। বিশেষ করে পশ্চিম উপকূলে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার একটি রিপোর্টে বলা হয়েছে, এবারের তাপপ্রবাহের আগমন মূলত চরম বৃষ্টিহীন শীতকালসহ বিভিন্ন কারণের ফল।

পশ্চিম উপকূলে, বিশেষত মহারাষ্ট্র ও গোয়ার উপকূলীয় অঞ্চলে, তীব্র গরম ও আর্দ্র আবহাওয়া অনুভূত হচ্ছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) মুম্বইয়ের জন্য ২৫ ও ২৬ ফেব্রুয়ারিতে তাপপ্রবাহ সতর্কতা জারি করেছিল। ২৬ ফেব্রুয়ারি, মুম্বইয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।

মহারাষ্ট্র ও গোয়ার অন্যান্য উপকূলীয় অঞ্চলেও ৩৭ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কর্নাটক ও গুজরাতের উপকূলীয় এলাকাগুলোতেও গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করছে, যেখানে তাপমাত্রা ৩৫ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

ভারতে সাধারণত মার্চ থেকে জুনের মধ্যে তাপপ্রবাহ দেখা যায়। কিছু ক্ষেত্রে এটি জুলাই পর্যন্ত চলতে পারে। উপকূলীয় অঞ্চলে তাপপ্রবাহ ঘোষণা করার জন্য তাপমাত্রার স্বাভাবিকের চেয়ে অন্তত ৪.৫ডিগ্রি সেলসিয়াস বেশি হতে হয়।

আইএমডি পূর্বাভাস দিয়েছে, আগামী কয়েকদিন গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে, যদিও তাপপ্রবাহ কিছুটা কমতে পারে।

আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, চলতি বছরের তীব্র শুষ্ক শীতকালের কারণে তাপমাত্রা এত দ্রুত বেড়েছে। কোনো আবহাওয়া ব্যবস্থা সক্রিয় না থাকায় বৃষ্টি সে ভাবে হয়নি। মধ্যপ্রদেশের উপর স্থায়ী অ্যান্টি-সাইক্লোন গরম পূর্বী বাতাসকে পশ্চিম উপকূলের দিকে ঠেলে দিয়েছে। এর ফলে সমুদ্রের বাতাস দেরিতে এসেছে এবং ভূমিভাগের বাতাস দীর্ঘস্থায়ী হয়ে তাপমাত্রা বাড়িয়েছে। ফলে উপকূলের কাছাকাছি অবস্থানের কারণে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অস্বস্তি বহুগুণ বেড়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েদার এজেন্সি ক্লাইমেট সেন্ট্রাল-এর ক্লাইমেট শিফট ইনডেক্স (CSI) অনুযায়ী, ২৫-২৭ ফেব্রুয়ারি গোয়ার পানাজির তাপমাত্রা মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে অন্তত পাঁচ গুণ বেশি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একইভাবে, মুম্বইয়ের তাপমাত্রা অন্তত তিন গুণ বেশি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ব্রিটেনের ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফেরিক সায়েন্স এবং রিডিং বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ-এর গবেষক ড. অক্ষয় দেউরাস জানিয়েছেন, “মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী আবহাওয়া ও জলবায়ুর চরম অবস্থা বাড়িয়ে দিচ্ছে। বর্তমানে, সব মহাদেশে স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণতা দেখা যাচ্ছে, যা বিশ্ব উষ্ণায়নের স্পষ্ট প্রমাণ। যদি আমরা দ্রুত গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে না পারি, তাহলে আবহাওয়ার রেকর্ড আরও ঘন ঘন ভাঙতে থাকবে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...