আবহাওয়ার জের, গুয়াহাটিতে জরুরি অবতরণ স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের

ত্রিপুরা : খারাপ আবহাওয়ার জের। সমস্যায় পড়তে হল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আগরতলায় নামতেই পারলেন না তিনি। বিমান ঘুরিয়ে নিয়ে যাওয়া হল গুয়াহাটিতে। সেখানেই জরুরি ভিত্তিতে অবতরণ করল স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান। বুধবার রাতে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলুই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিমান। শাহর উড়ে যাওয়ার কথা ছিল আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে। কিন্তু ঘন কুয়াশার আস্তরণে দৃশ্যমানতার সমস্যার জন্য বিমানটি অবতরণ করানো সম্ভব হয়নি। জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী রাতে থেকেছেন গুয়াহাটিরই হোটেল র‌্যাডিসন ব্লু-তে। বৃহস্পতিবার সকালে উড়ে যাবেন আগরতলা। সেখানে রথযাত্রার উদ্বোধন করবেন তিনি।

পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট শঙ্কর দেবনাথ বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বুধবার রাত ১০টায় আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে আগরতলা এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে সেই বিমান গুয়াহাটিতে পাঠিয়ে দেওয়া হয়। রাতটা গুয়াহাটিতেই কাটাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।”

চলতি বছরেই বিধানসভা নির্বাচন ত্রিপুরায়। তার আগেই আজ বৃহস্পতিবার ত্রিপুরায় দুটি জন রথযাত্রা শুভ উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানের এক দিন আগেই তিনি প্রতিবেশী রাজ্যে পৌঁছে যাওয়ার সিদ্ধান্ত নিলেও, বিমানের রুট বদলের কারণে আজ সেখানে পৌঁছবেন তিনি।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন