Homeখবরদেশভয়ংকর ঝড়ে বিলবোর্ড ভেঙে মুম্বইয়ে মৃত ১৪, জখম ৬০

ভয়ংকর ঝড়ে বিলবোর্ড ভেঙে মুম্বইয়ে মৃত ১৪, জখম ৬০

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: মরশুমের প্রথম ঝড়বৃষ্টি মর্মান্তিক ঘটনা ঘটাল মুম্বইয়ে। বিলবোর্ড ভেঙে পড়ে প্রাণ হারালেন ১৪ জন। জখম হয়েছেন অন্তত ৬০ জন। এই দুর্ঘটনা ঘটে মুম্বইয়ের ঘাটকোপারে। প্রশাসনিক কর্তারা এই খবর দিয়েছেন।

সোমবার সন্ধ্যায় ব্যাপক বৃষ্টি নামে মুম্বইয়ে। এটাই ছিল মরশুমের প্রথম বৃষ্টি। আর বৃষ্টির সঙ্গে ভয়ংকর ধূলিঝড়। সেই ঝড়ের প্রভাবেই ঘাটকোপারে ১০০ ফুটের এক বিশাল বিলবোর্ড ভেঙে পড়ে। উল্টো দিকেই একটি পেট্রোল পাম্প। বিশাল আওয়াজ করে সেই পাম্পের ওপরেই ভেঙে পড়ে বিলবোর্ডটি। পেট্রোল পাম্পে অনেক গাড়ি ছিল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বিলবোর্ডে ধাতব কাঠামো বহু গাড়ির ছাদ ভেঙে মাটিতে পড়েছে।

এখনও সেখানে অনেকে আটকে থাকতে পারেন। মঙ্গলবার সকালেও অনুসন্ধান আর উদ্ধারকাজ চলছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল এই কাজে মুম্বইয়ের দমকল বাহিনী ও অন্যান্য এজেন্সিকে সাহায্য করছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দুর্ঘটনাস্থলে যান। তিনি বলেন, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করাই আমাদের প্রথম কাজ। যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসার ভার সরকার নেবে। মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। মুম্বইয়ের সমস্ত হোর্ডিং পরীক্ষা করে দেখার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।”

সাম্প্রতিকতম

শুরু হতে চলেছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ও শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের তৃতীয় বছরের অভিনয় পাঠ্যক্রম

অজন্তা চৌধুরী শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের অভিনয় পাঠ্যক্রম এ বার তৃতীয় বর্ষে। দেখতে দেখতে তারা...

ইরানে আমেরিকার হামলা, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী! বিশ্বজুড়ে তেল-সংকটের আশঙ্কা, চিন্তায় ভারত

ইরানে মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিল তেহরান। বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ৯০ ডলার, চরম সঙ্কটে পড়তে পারে ভারত।

১০ জনের বেশি সদস্য? বাড়তি রেশন দিতে উদ্যোগী রাজ্য, ই-কেওয়াইসি নিয়েও নয়া নির্দেশ

পরিবারে ১০ জনের বেশি সদস্য থাকলে বাড়তি রেশন দেওয়ার পথে হাঁটছে খাদ্যদপ্তর। ই-কেওয়াইসি না হলেও প্রকৃত গ্রাহকদের রেশন বঞ্চনার বিরুদ্ধে কড়া নজর।

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

আরও পড়ুন

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে হড়পা বান, ওড়িশার বালেশ্বরে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ১৭টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে