বেঙ্গালুরু: কর্নাটক বিধানসভা নির্বাচনের ব্যস্ততা তুঙ্গে। এরই মধ্যে এক বিজেপি বিধায়ক হিন্দু বা ভারতের বিরুদ্ধে কথা বললে গুলি করা হবে বলে সতর্ক করে বিতর্ক সৃষ্টি করেছেন। ওই বিজেপি বিধায়কের নাম বাসবনাগৌড়া পাতিল ইয়াতনাল।
বিজয়পুরায় একটি জনসভায় বক্তৃতা করছিলেন বিজেপি বিধায়ক। সেখানেই তিনি এই বিতর্কিত করেন। বলেন, “কেউ যদি আমাদের বিশ্বাসের কথা বলে বা ভারতের কথা বলে বা হিন্দুদের কথা বলে, তাহলে তাকে গুলি করা হবে (হাতের ইশারা করে)।”
নিহত মাফিয়া হয়ে রাজনীতিবিদ আতিক আহমেদের কথা উল্লেখ করেছিলেন বিজেপি বিধায়ক। উত্তরপ্রদেশ পুলিশ হেফাজতে থাকাকালীন তিন আততায়ীর হাতে নিহত হন আতিক। উত্তরপ্রদেশে কীভাবে অপরাধীদের সঙ্গে মোকাবিলা করা হয়, সেটাই জনসভায় বোঝাতে চেয়েছিলেন বিজেপি বিধায়ক। যথারীতি তাঁর এই বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তিনি আরও বলেছেন, বিজেপি সরকার ক্ষমতায় ফিরলে, কর্নাটকেও যোগী আদিত্যনাথের শাসনের নীতি প্রয়োগ করা হবে। তাঁর কথায়, “যে কেউ ভারতের বিরুদ্ধে কথা বলবে, তারা সঙ্গে সঙ্গে সাজা পাবে। আমরা তাদের জেলে পাঠানো বন্ধ করে দেব। সিদ্ধান্ত নেওয়া হবে রাস্তাতেই”।
আরও পড়ুন: এক মাসে ১.৮৭ লক্ষ কোটি! এপ্রিলে জিএসটি সংগ্রহে সর্বকালীন রেকর্ড