Homeশিল্প-বাণিজ্যএক মাসে ১.৮৭ লক্ষ কোটি! এপ্রিলে জিএসটি সংগ্রহে সর্বকালীন রেকর্ড

এক মাসে ১.৮৭ লক্ষ কোটি! এপ্রিলে জিএসটি সংগ্রহে সর্বকালীন রেকর্ড

প্রকাশিত

সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে মোট জিএসটি (GST) রাজস্ব সংগ্রহ গত বছরের এপ্রিলের জিএসটি রাজস্বের তুলনায় ১২ শতাংশ বেড়ে ১.৮৭ লক্ষ কোটিতে পৌঁছেছে। সোমবার অর্থমন্ত্রকের বিবৃতিতে এমনই জানানো হল।

কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ আর্থিক বছরে প্রথম মাসে মোট জিএসটি সংগ্রহ আগের বছরের একই মাসের তুলনায় ১৯,৪৯৫ কোটি বেড়েছে। যা জিএসটি চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ সংগ্রহ। উল্লেখযোগ্য ভাবে, এখনও পর্যন্ত এক দিনে সর্বোচ্চ জিএসটি সংগ্রহের সাক্ষী ছিল গত ২০ এপ্রিল। ওই দিন ৬৮,২২৮ কোটি টাকার জিএসটি সংগৃহীত হয়েছে।

মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “ চলতি বছরের জানুয়ারি থেকে প্রত্যেক মাসে জিএসটি সংগ্রহ বেড়েছে আগের মাসের তুলনায় ১০ শতাংশ। এপ্রিল মাসে সংগৃহীত মোট জিএসটি রাজস্ব হল ১,৮৭,০৩৫ কোটি টাকা। এর মধ্যে সিজিএসটি (CGST) ৩৮,৪৪০ কোটি টাকা, এসজিএসটি (SGST) ৪৭,৪১২ কোটি টাকা, আইজিএসটি (IGST) ৮৯,১৫৮ কোটি টাকা (পণ্য আমদানি সংগৃহীত ৩৪,৯৭২ কোটি টাকা-সহ) এবং সেস ১২,০১২ কোটি টাকা”।

তুল্যমূল্য হিসেবে, গত মার্চ মাসেসংগৃহীত মোট জিএসটি রাজস্ব হল ১,৬০,১২২ কোটি টাকা। এর মধ্যে সিজিএসটি ২৯,৫৪৬ কোটি টাকা, এসজিএসটি ৩৭,৩১৪ কোটি টাকা, আইজিএসটি ৮২,৯০৭ কোটি টাকা (পণ্য আমদানি সংগৃহীত ৪২,৫০৩ কোটি টাকা-সহ) এবং সেস ১০,৩৫৫ কোটি টাকা (পণ্য আমদানিতে সংগৃহীত ৯৬০ কোটি টাকা-সহ)”।

সরকারি পরিসংখ্যান বলছে, ২০২২-২৩ আর্থিক বছরে মোট জিএসটি সংগ্রহ দাঁড়িয়েছে ১৮.১০ লক্ষ কোটি টাকা এবং পুরো বছরের জন্য গড় মাসিক সংগ্রহ ১.৫১ লক্ষ কোটি টাকা। ২০২২-২৩ সালে মোট রাজস্ব গত বছরের তুলনায় বেড়েছে ২২ শতাংশ।

প্রসঙ্গত, এপ্রিলে সিকিমের জিএসটি রাজস্ব সংগ্রহের ৬১ শতাংশ বেড়ে হয়েছে ৪২৬ কোটি টাকা। যা রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ হারে বেড়েছে। অন্য দিকে, আগের মাসের থেকে মাত্র ৪ শতাংশ বেড়েছে গুজরাতে। ২০২২-এর এপ্রিলে যেখানে গুজরাতে জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল ১১,২৬৪ কোটি টাকা, সদ্য শেষ হওয়া এপ্রিলে সেটা হয়েছে ১১,৭২১ কোটিতে।

আরও পড়ুন: বিশেষ ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের জন্য ৬ মাস অপেক্ষা বাধ্যতামূলক নয়! তাৎপর্যপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের

সাম্প্রতিকতম

বিয়েতে পাওয়া ‘স্ত্রীধনে’ অধিকার নেই স্বামীর, নিলেও ফেরাতে হবে, জানাল সুপ্রিম কোর্ট

মামলায় স্বামী আদালতে জানান, আগে থেকে তাঁর পরিবার বিপুল দেনায় ডুবে ছিল। সেই দেনা শোধ করতে সব অর্থ খরচ করতে হয়েছে।

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ভোট ৮৯ আসনে, রাজ্যের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে

খবর অনলাইন ডেস্ক: আজ শুক্রবার ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ করা হচ্ছে।...

প্রথম বাংলাদেশী মহিলা হিসাবে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেলেন অভিনেত্রী বাঁধন

র আগে বাংলাদেশের কোনও মহিলা এই অধিকার পাননি, মানে পূর্ণ অভিভাবকের স্বীকৃতি পাননি। সেই স্বীকৃতিই পেলেন বাঁধন। অভিনেত্রীর মুখে এখন চওড়া হাসি।

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

আরও পড়ুন

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

Laracon 2024 সম্মেলন: কলকাতা থেকে স্পনসর করা একমাত্র সংস্থা হিসেবে দৃষ্টান্ত গড়ল Think To Share

ফুল-স্ট্যাক ওয়েব এবং সফ্টওয়্যার বিকাশের ক্ষেত্রে Think To Share সবচেয়ে উদ্ভাবনী সংস্থাগুলির মধ্যে একটি।

ব্লু স্টার লঞ্চ করল ১০০ শতাংশ বেশি সাশ্রয়কর এবং প্রিমিয়াম মডেলের রুম এয়ার কন্ডিশনারের নতুন সম্ভার

কলকাতা: আসন্ন গ্রীষ্মকালের জন্যে ব্লু স্টার লিমিটেড বাজারে আনল রুম এসির নতুন সার্বিক সম্ভার।...