ভারত নিজের সম্মান এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখতে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (LoC) অতিক্রম করতে প্রস্তুত। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীকে ‘প্রত্যক্ষ’ সমর্থন করার জন্য সাধারণ নাগরিকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উদাহরণ তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে কারণ বেসামরিক লোকজন এগিয়ে এসেছে এবং যুদ্ধে অংশ নিচ্ছে।
২৪তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে বক্তৃতা করেন রাজনাথ। তার আগে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে জীবন উৎসর্গকারী সৈন্যদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। তাঁর দাবি, কার্গিল যুদ্ধ ভারতের উপর চাপিয়ে দিয়েছিল পাকিস্তান।
তিনি বলেন, “পাকিস্তান আমাদের পিছন থেকে ছুরি মেরেছিল… ভারতের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি আমাদের সাহসী সেনাকে স্যালুট জানাই। তাঁরা দেশকে সামনে রেখেছেন এবং নিজেদের জীবন উৎসর্গ করেছেন”।
মন্ত্রী আরও বলেন, “যখনই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের জনগণ সবসময়ই বাহিনীকে সমর্থন করেছে কিন্তু সেই সমর্থন পরোক্ষ। প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে সরাসরি সৈনিকদের সমর্থন দিতে আমি জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানাই।”
এ প্রসঙ্গেই মন্ত্রী জানান, “আমরা দেশের সম্মান এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখতে যে কোনো ক্ষেত্রে চরম পর্যায়ে যেতে পারি… যদি নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করতেও হয়, তাতেও আমরা প্রস্তুত”।
আরও পড়ুন: অনাস্থা ভোটের মুখোমুখি মোদী সরকার, স্পিকার স্থির করবেন দিনক্ষণ