Homeখবরদেশজনসংখ্যায় চিনকে ছাপিয়ে শীর্ষস্থানে ভারত, ঘোষণা রাষ্ট্রসঙ্ঘের

জনসংখ্যায় চিনকে ছাপিয়ে শীর্ষস্থানে ভারত, ঘোষণা রাষ্ট্রসঙ্ঘের

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে পরিচিত ছিল চিন। এ মুহূর্তে চিনকে পিছনে ফেলেছে ভারত। রাষ্ট্রসঙ্ঘের (United Nations) মতে, ১৪২ কোটি ৮৬ লক্ষ জনসংখ্যা নিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে ভারত। দ্বিতীয় নম্বরে নেমে গেছে চিন। যেখানে জনসংখ্যার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান তিন নম্বরে। বিভিন্ন সংস্থার অনুমান, ভারতের জনসংখ্যা প্রায় তিন দশক ধরে দ্রুত হারে বেড়ে চলেছে।

বুধবার পরিসংখ্যান প্রকাশ করে, রাষ্ট্রসঙ্ঘ বলেছে, ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসাবে চিনকে ছাড়িয়ে গেছে। ব্লুমবার্গ রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব জনসংখ্যার পরিসংখ্যানকে উদ্ধৃত করে বলেছে যে ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লক্ষের বেশি। যেখানে চিনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লক্ষ। তবে দুই দেশের জনসংখ্যার সামান্য পার্থক্য রয়েছে মাত্র। উল্লেখযোগ্য ভাবে, গত বছর শীর্ষে ছিল চিনের জনসংখ্যা, এখন যা কমছে। অন্য দিকে, ভারতের জনসংখ্যা বাড়ছে।

ইউএনএফপিএ (UNFPA)-র রিপোর্ট অনুসারে, ভারতের জনসংখ্যার ২৫ শতাংশের বয়স ০-১৪ বছরের মধ্যে। যেখানে ১০-১৯ বছর বয়সি ১৮ শতাংশ এবং মোট জনসংখ্যার ২৬ শতাংশ ১০-২৪ বছর বয়সি। এ ছাড়া। এ ছাড়া ১৫-৬৪ বছর বয়সি এবং ৭ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি। বিভিন্ন সংস্থার অনুমানে দেখানো হয়েছে যে ভারতের জনসংখ্যা প্রায় তিন দশক ধরে বেড়ে চলেছে। অন্য দিকে, জন্মের হার কমে যাওয়া এবং শ্রমশক্তির বয়স বাড়ার কারণে একটি উন্মুক্ত জনসংখ্যাগত পতনের মুখোমুখি হয়েছে চিন।

রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য অনুসারে, আনুমানিক ৩৪ কোটি জনসংখ্যা নিয়ে ভারত এবং চিনের পরে তিন নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের মোট ৮০৪.৫ কোটি জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশির অংশীদার ভারত ও চিন।

আফ্রিকাতেও জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা দেখা যায়। এটি অনুমান করা হয় যে ২১০০ সাল নাগাদ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশটির জনসংখ্যা ১৪০ থেকে ৩৯০ কোটিতে পৌঁছাতে পারে। পরিসংখ্যান অনুযায়ী, ১ কোটিরও বেশি বাসিন্দা রয়েছে আটটি দেশে। যেগুলির বেশিরভাগই ইউরোপে অবস্থিত। উল্লেখযোগ্য ভাবে, গত এক দশকে সেগুলির জনসংখ্যা সঙ্কুচিত হয়েছে। কতটা একই ভাবে, ২০১১ সাল থেকে ২০২১ সালের মধ্যে ৩০ লক্ষেরও বেশি জনসংখ্যা কমেছে জাপানেও।

আরও পড়ুন: সমলিঙ্গ বিবাহ: সুপ্রিম কোর্টে হলফনামা কেন্দ্রের, রাজ্যগুলিকে পক্ষ করার দাবি

সাম্প্রতিকতম

সহায় ফাউন্ডেশন আয়োজিত ‘রবীন্দ্রোৎসব’-এ কবির কবিতা, সংগীত ও নাট্যভাবনার অভিনব মেলবন্ধন

অজন্তা চৌধুরী সহায় ফাউন্ডেশনের আয়োজনে ২৯ জুন, সন্ধ্যায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল ‘রবীন্দ্রোৎসব’ শিরোনামে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

ইংল্যান্ড: ২৫১-৪ (জো রুট ৯৯ নট আউট, ওলি পোপ ৪৪, নীতীশ রেড্ডী ২-৪৬) লর্ডস (লন্ডন):...

ডায়াবেটিসে কোষনাশের নেপথ্যে অ্যামিলিন! নতুন তথ্য দিল আইআইটি-র গবেষণা

ডায়াবেটিসে অ্যামিলিন হরমোন কোষে ক্ষতিকর ক্লাম্প তৈরি করে। আইআইটি বোম্বে, কানপুর ও কলকাতার গবেষণায় উঠে এল কোষের গঠন নষ্টের পেছনে নতুন কারণ। গবেষণা প্রকাশিত জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

আরও পড়ুন

ভোটার তালিকার ‘বিশেষ’ সংশোধনে আধার, ভোটার কার্ড, রেশন কার্ড বিবেচনার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় আধার, ভোটার আইডি ও রেশন কার্ডও গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচনার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি ২৮ জুলাই।

মালগাড়ি থামিয়ে ‘মা’ হাতির পাশে দাঁড়াল মানুষ! ২ঘণ্টা ট্রেনে অপেক্ষায় রেলকর্মী-যাত্রীরা

প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতী হাতির জন্য থামিয়ে দেওয়া হল মালগাড়ি। ঝাড়খণ্ডের রেলপথের ধারে জঙ্গলে জন্ম নিল শাবক। বন দফতর ও রেল দফতরের যৌথ নজির।

তিন বছর আগের মোরবীর স্মৃতি উসকে ফের গুজরাতে সেতু বিপর্যয়, ১০ জনের মৃত্যু

মোরবীকাণ্ডের তিন বছর পর গুজরাতে ফের সেতু বিপর্যয়। বডোদরার গম্ভীরা সেতু ভেঙে পড়ে প্রাণ গেল অন্তত ১০ জনের। স্থানীয়দের অভিযোগ, বারবার জানিয়েও সেতুর রক্ষণাবেক্ষণ হয়নি।