Homeখবরদেশট্রাম্পের শান্তি প্রস্তাবের মাঝেই গাজায় ইজরায়েলি হামলা, নিহত অন্তত ৬, কী বলছেন...

ট্রাম্পের শান্তি প্রস্তাবের মাঝেই গাজায় ইজরায়েলি হামলা, নিহত অন্তত ৬, কী বলছেন নেতানিয়াহু?

প্রকাশিত

ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের আংশিক গ্রহণ সত্ত্বেও গাজায় নতুন করে হামলা চালাল ইজরায়েল। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা শহরের একটি বাড়িতে এক হামলায় ৪ জন নিহত হন এবং দক্ষিণের খান ইউনিসে আরেক হামলায় মারা যান আরও ২ জন। মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৬।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান। ট্রাম্পের কথায়, “ইজরায়েলকে অবিলম্বে গাজায় বোমা ফেলা বন্ধ করতে হবে, যাতে পণবন্দিদের নিরাপদে দ্রুত বের করা যায়। এটি শুধু গাজার প্রশ্ন নয়, এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তির বিষয়।”

হামাস ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবের কিছু শর্ত মেনে নিয়েছে— যার মধ্যে রয়েছে যুদ্ধের অবসান, ইসরায়েলি সেনা প্রত্যাহার, জিম্মিদের মুক্তি এবং গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ না করার নিশ্চয়তা। এর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর জানায়, তারা ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধানও ঘোষণা করেছেন, সৈন্যরা ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ কার্যকর করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে সামরিক অভিযান কমানো হবে কি না, সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি।

ইসরায়েলের রাজনৈতিক টানাপোড়েন

নেতানিয়াহু একদিকে গাজায় বন্দি পরিবারগুলির চাপের মুখে রয়েছেন, যারা দ্রুত জিম্মিদের ফেরানোর দাবি তুলেছেন। অন্যদিকে, তাঁর জোট সরকারের ডানপন্থি সহযোগীরা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে জোর দিচ্ছেন। ফলে দেশজুড়ে রাজনৈতিক দ্বন্দ্ব চরমে।

যুদ্ধের পটভূমি

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়, যাতে প্রায় ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে পণবন্দি করে গাজায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে ইসরায়েলের হিসেবে ৪৮ জন এখনও গাজায় বন্দি, যাঁদের মধ্যে ২০ জন জীবিত।

প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে গাজায় ইতিমধ্যেই ৬৬,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাঁদের অধিকাংশই সাধারণ নাগরিক বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইসরায়েলের হামলায় গাজার বড় অংশ ধ্বংস হয়েছে, ত্রাণ সীমিত হওয়ায় দেখা দিয়েছে দুর্ভিক্ষ।

নেতানিয়াহুর দফতর জানিয়েছে, “ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পূর্ণ সহযোগিতায় যুদ্ধের অবসান ঘটাতে এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

আরও পড়ুন: গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ২য় টেস্ট: যশস্বীর সেঞ্চুরি, হাতছাড়া সুদর্শনের, বড়ো রানের দিকে শুভমনরা

ভারত: ৩১৮-২ (যশস্বী জয়সওয়াল ১৭৩ নট আউট, সাই সুদর্শন ৮৭, জোমেল ওয়ারিকান ২-৬০) দিল্লি: সারাদিন...

‘কান্তারা: চ্যাপ্টার ১’ ঝড়! প্রথম সপ্তাহেই আয় ৫০৯ কোটি, আইএমডিবি র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে ঋষভ শেট্টি

ঋষভ শেট্টির বহুল প্রতীক্ষিত ছবি ‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তির পর প্রথম সপ্তাহেই বক্স অফিসে...

রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে এখনও সক্রিয় বর্ষা। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি।

আরও পড়ুন

‘ক্লাস নাইনে নয়, আরও আগে থেকেই যৌন শিক্ষা জরুরি’— গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শিশুদের জন্য ক্লাস নাইনের পর নয়, বরং আরও অল্প বয়স থেকেই যৌন শিক্ষা চালুর পরামর্শ সুপ্রিম কোর্টের। কৈশোরে হরমোনজনিত পরিবর্তন সম্পর্কে সচেতন করাই লক্ষ্য, জানাল আদালত।

বিহার নির্বাচনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ পিকের দলের! নাম নেই কিশোরের, তবে রয়েছে চমক

বিহার নির্বাচনের আগে জন সুরাজ পার্টির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলেন প্রশান্ত কিশোর। তালিকায় গণিতবিদ কেসি সিন্‌হা, প্রাক্তন আমলা, পুলিশ অফিসার ও চিকিৎসকসহ ৫১ জন প্রার্থী। এখনই নিজের নাম ঘোষণা করলেন না প্রশান্ত কিশোর।

এআই–চালিত পদ্মফুলের মতো ভাসমান টার্মিনাল! নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দীর্ঘ প্রতীক্ষার অবসান! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর (NMIA)। প্রথম ধাপে বছরে ২ কোটি যাত্রী পরিবহনের লক্ষ্য, ২০৩৬ সালের মধ্যে ৯ কোটি যাত্রী সক্ষমতা—ভারতের বিমান চলাচলে নতুন অধ্যায়।