Homeখবরদেশবিজেপিতে যোগ দেওয়ার জল্পনার অবসান ঘটাবেন স্বয়ং কমল নাথ? প্রমাণ মিলবে রাহুল...

বিজেপিতে যোগ দেওয়ার জল্পনার অবসান ঘটাবেন স্বয়ং কমল নাথ? প্রমাণ মিলবে রাহুল গান্ধীর যাত্রায়!

প্রকাশিত

ক’দিন ধরেই শোনা যাচ্ছে, বিজেপিতে যোগ দিতে চলেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ। তবে সেই জল্পনাকে পুরোপুরি উড়িয়ে দিল কংগ্রেস। সোমবার (১৯ ফেব্রুয়ারি) কংগ্রেসের দাবি, কমল নাথ দলের একজন সিনিয়র নেতা এবং রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ রাজ্যে পৌঁছালে তিনিও তাতে যোগ দেবেন।

কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবং মধ্যপ্রদেশের ইনচার্জ জিতেন্দ্র সিংও দাবি করেছেন, কমল নাথকে নিয়ে সমস্ত জল্পনা ও অপপ্রচারের হোতা বিজেপি। সাংবাদিকদের সামনে তিনি বলেন, “কমলনাথ আমাদের একজন প্রবীণ নেতা এবং যে সমস্ত জল্পনা-কল্পনা চলছে, তা সবই বিজেপি এবং মিডিয়ার একাংশ ছড়াচ্ছে এবং মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের মতে, “আমি রবিবার (১৮ ফেব্রুয়ারি) এবং শনিবার (১৭ ফেব্রুয়ারি) টানা দুই দিন কমল নাথের সঙ্গে কথা বলেছি। তাঁর সঙ্গে যাত্রার প্রস্তুতি কেমন হবে, তা নিয়ে আলোচনা হয়। আমি মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোপাল যাচ্ছি। সাংসদ, বিধায়ক ও নেতাদের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে যোগ দেবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথও। তাঁর পরামর্শ অনুযায়ী যাত্রা পরিচালিত হবে এবং এতে তিনি অন্যতম দায়িত্ব নেবেন।”

মধ্যপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং আরও বলেছেন যে কমল নাথ বা তাঁর ছেলে নকুল নাথের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা সবই গুজব। বিজেপির সবচেয়ে বড় কাজ হল মিথ্যা প্রচার করা। কমল নাথ যাত্রার প্রস্তুতিতে অংশ নিচ্ছেন। নকুল নাথও যাত্রায় অংশ নেবেন। মার্চের শুরুতে এই যাত্রা মধ্যপ্রদেশে প্রবেশ করবে।

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই কমল নাথকে নিয়ে অস্বস্তি কংগ্রেসে। গত বছর বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে দলের হারের জন্য কমলনাথকেই কাঠগড়ায় তুলেছিলেন অলোক শর্মা। তাঁর দাবি ছিল, “পিছনের দরজা দিয়ে বিজেপি-কে জেতানোয় সাহায্য করেছেন কমলনাথ।” এর পর, চলতি সপ্তাহেই মধ্যপ্রদেশ কংগ্রেসে উথালপাথাল পরিস্থিতি সৃষ্টি হয়।

রাজনৈতিক মহলের মতে, জল্পনাকে সত্যি করে কমল নাথ শেষমেশ বিজেপিতে গেলে রাজনৈতিক ক্ষতি তো বটেই, অর্থনৈতিক ক্ষতিরও সম্মুখীন হতে পারে কংগ্রেস। কংগ্রেসের অন্দরেই এই নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। অন্য দিকে, কমল নাথকে দলে নিয়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক— দুই অস্ত্রেই কংগ্রেসকে ঘায়েল করতে চাইছে বিজেপিও।

আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডের আবহে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ! রাজ্যের ৫ প্রশাসনিক কর্তাকে সংসদীয় কমিটির তলবে স্থগিতাদেশ

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

বিশ্বের মোট ডায়াবেটিস রোগীর এক-চতুর্থাংশই ভারতে: ল্যানসেট রিপোর্ট

গোটা বিশ্বে এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে মধুমেহ বা ডায়াবেটিস রোগ। প্রতি বছর ১৪...

এ বার বাতাসের গুণমান জানিয়ে দিচ্ছে গুগল ম্যাপস

আজকাল সব দেশের মানুষই কমবেশি বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে মুশকিল আসান হয়ে হাজির...

ভারতে কি হোয়াটসঅ্যাপও নিষিদ্ধ হয়ে যাবে? মামলা খারিজ করে কী বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার আবেদন জানিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলা (PIL) খারিজ করল সুপ্রিম...

পরিবহনমন্ত্রীর উপস্থিতিতে কলকাতা বিমানবন্দরে র‌্যাপিডোর নতুন ‘এয়ারপোর্ট ক্যাব সার্ভিস’ উদ্বোধন

কলকাতা: ভারতের বৃহত্তম রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম র‌্যাপিডো (Rapido) এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) মিলে...

আরও পড়ুন

ভারতে কি হোয়াটসঅ্যাপও নিষিদ্ধ হয়ে যাবে? মামলা খারিজ করে কী বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করার আবেদন জানিয়ে দায়ের একটি জনস্বার্থ মামলা (PIL) খারিজ করল সুপ্রিম...

উপনির্বাচনে সরকারি আধিকারিককে চড় মারা সেই নির্দল প্রার্থী গ্রেফতার

রাজস্থানের টঙ্ক জেলার সেই নির্দল প্রার্থী নরেশ মীনাকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গ্রেফতার করেছে পুলিশ।...

মণিপুরে ৩ সন্তানের মাকে পুড়িয়ে মারার আগে নৃশংস নির্যাতন করা হয়েছিল, বলছে ময়না তদন্তের রিপোর্ট

মণিপুরের জিরিবামে এক ৩১ বছরের মহিলাকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ। ময়নাতদন্তের রিপোর্টে ভয়ঙ্কর নির্যাতনের প্রমাণ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে