সন্দেশখালিকাণ্ডের আবহে সুপ্রিম কোর্টের একটি বড় নির্দেশ। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব এবং ডিজি-সহ পাঁচ আধিকারিককে লোকসভার স্বাধিকার কমিটির পাঠানো নোটিশের উপর স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। বিজেপি লোকসভা সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগের ভিত্তিতে স্বাধিকার লঙ্ঘনের নোটিশ জারি করা হয়েছিল।
বিজেপি রাজ্য সভাপতি এবং সাংসদ সুকান্ত মজুমদারের উপর হামলার অভিযোগে আজই (সোমবার) স্বাধিকার কমিটির সামনে হাজির হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্ট সেই তলবে স্থগিতাদেশ জারি করার পর জানিয়েছে, চার সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে। পাশাপাশি লোকসভা সচিবালয়, প্রিভিলেজ কমিটি, সুকান্ত মজুমদারকে নোটিশ জারি করেছে সর্বোচ্চ আদালত।
লোকসভার স্বাধিকার কমিটি রাজ্যের যে পাঁচ প্রশাসনিক কর্তাকে ডেকে পাঠিয়েছে, তাঁরা হলেন মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিক, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান এবং বসিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ।
সংসদীয় কমিটির তলবের বিরুদ্ধে সোমবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যসচিব। মামলাটি আজ জরুরি তালিকাভুক্তির জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। এ দিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সেই তলবে স্থগিতাদেশ জারি করে সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মাঠে নেমেছে প্রশাসন ও দল, জোড়া ‘কৌশলে’ নিভবে কি সন্দেশখালির ক্ষোভের আগুন?