Homeখবরদেশসংসদ নিরাপত্তা লঙ্ঘন: বেঙ্গালুরুতে আটক প্রাক্তন পুলিশ অফিসারের ইঞ্জিনিয়ার পুত্র

সংসদ নিরাপত্তা লঙ্ঘন: বেঙ্গালুরুতে আটক প্রাক্তন পুলিশ অফিসারের ইঞ্জিনিয়ার পুত্র

প্রকাশিত

নয়াদিল্লি: সংসদে নিরাপত্তা লঙ্ঘন মামলায় আরও দুই ব্যক্তির জড়িত থাকার কথা জানতে পেরেছে দিল্লি পুলিশের বিশেষ দল। ইতিমধ্যে ধৃত অভিযুক্তদের মুখোমুখি জেরা করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের অফিসাররা। তাঁদের জবানবন্দির ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে আরও দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সংসদ নিরাপত্তা লঙ্ঘন মামলায় বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ারকে আটক করা হয়েছে। সূত্রের খবর, তিনি কর্নাটকের এক প্রাক্তন পুলিশ আধিকারিকের ছেলে। গত সপ্তাহে সংসদে ব্যাপক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার তদন্তে বুধবার রাতে বাগালকোটে তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করে দিল্লি পুলিশ। তাঁকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে বলে খবর।

সূত্রের মতে, সাইকৃষ্ণ জাগালি নামে বেঙ্গালুরুর ওই ইঞ্জিনিয়ার সংসদে অনুপ্রবেশকারী মনোরঞ্জন ডি-এর বন্ধু। এই মামলার চার অভিযুক্তের মধ্যে অন্যতম মনোরঞ্জন। যিনি সংসদে প্রবেশ করে হলুদ ধোঁয়া ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। জানা গিয়েছে, মনোরঞ্জন এবং সাইকৃষ্ণ বেঙ্গালুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজে একই সঙ্গে পড়তেন। এই মামলায় ধৃতদের জিজ্ঞাসাবাদের সময় তাঁরা পুলিশের কাছে সাইকৃষ্ণের নাম জানান।

উত্তরপ্রদেশের জালাউনের একজনকেও দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবিপিএ নিউজ-এর রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তির নাম অতুল কুলশ্রেষ্ঠ। তাঁর বয়স ৫০ বছর এবং বেকার। তাঁর জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। সংসদ নিরাপত্তা লঙ্ঘন মামলায় তাঁর কোনো ভূমিকা ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

গত ১৩ ডিসেম্বর, লোকসভায় জিরো আওয়ারের সময় দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দিয়েছিলেন সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামে দু’জন। সঙ্গে থাকা হলুদ ধোঁয়া বের করে সাংসদদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিলেন তাঁরা। নিরাপত্তাব্যবস্থা ভেঙে সংসদের অধিবেশন কক্ষে ঢুকে দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে ধোঁয়া ছড়ানোর জন্য ধরা হয়েছে মনোরঞ্জন ও সাগরকে। আর নীলম আজাদ এবং অমল শিন্ডেকে গ্রেফতার করা হয় সংসদ ভবনের বাইরে ধোঁয়ার ক্যানেস্তারা খোলার জন্য। পরবর্তীতে গ্রেফতার ললিত ঝা’কে সংসদে স্মোক-ক্যান হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে দাবি করছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন: বারাণসীতে মোদীর বিরুদ্ধে জোরদার প্রার্থী, দুই নাম নিয়ে জোর চর্চা বিরোধী শিবিরে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...