Homeখবরদেশসংসদ নিরাপত্তা লঙ্ঘন: বেঙ্গালুরুতে আটক প্রাক্তন পুলিশ অফিসারের ইঞ্জিনিয়ার পুত্র

সংসদ নিরাপত্তা লঙ্ঘন: বেঙ্গালুরুতে আটক প্রাক্তন পুলিশ অফিসারের ইঞ্জিনিয়ার পুত্র

প্রকাশিত

নয়াদিল্লি: সংসদে নিরাপত্তা লঙ্ঘন মামলায় আরও দুই ব্যক্তির জড়িত থাকার কথা জানতে পেরেছে দিল্লি পুলিশের বিশেষ দল। ইতিমধ্যে ধৃত অভিযুক্তদের মুখোমুখি জেরা করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের অফিসাররা। তাঁদের জবানবন্দির ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে আরও দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সংসদ নিরাপত্তা লঙ্ঘন মামলায় বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ারকে আটক করা হয়েছে। সূত্রের খবর, তিনি কর্নাটকের এক প্রাক্তন পুলিশ আধিকারিকের ছেলে। গত সপ্তাহে সংসদে ব্যাপক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার তদন্তে বুধবার রাতে বাগালকোটে তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করে দিল্লি পুলিশ। তাঁকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে বলে খবর।

সূত্রের মতে, সাইকৃষ্ণ জাগালি নামে বেঙ্গালুরুর ওই ইঞ্জিনিয়ার সংসদে অনুপ্রবেশকারী মনোরঞ্জন ডি-এর বন্ধু। এই মামলার চার অভিযুক্তের মধ্যে অন্যতম মনোরঞ্জন। যিনি সংসদে প্রবেশ করে হলুদ ধোঁয়া ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। জানা গিয়েছে, মনোরঞ্জন এবং সাইকৃষ্ণ বেঙ্গালুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজে একই সঙ্গে পড়তেন। এই মামলায় ধৃতদের জিজ্ঞাসাবাদের সময় তাঁরা পুলিশের কাছে সাইকৃষ্ণের নাম জানান।

উত্তরপ্রদেশের জালাউনের একজনকেও দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবিপিএ নিউজ-এর রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তির নাম অতুল কুলশ্রেষ্ঠ। তাঁর বয়স ৫০ বছর এবং বেকার। তাঁর জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। সংসদ নিরাপত্তা লঙ্ঘন মামলায় তাঁর কোনো ভূমিকা ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

গত ১৩ ডিসেম্বর, লোকসভায় জিরো আওয়ারের সময় দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দিয়েছিলেন সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামে দু’জন। সঙ্গে থাকা হলুদ ধোঁয়া বের করে সাংসদদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিলেন তাঁরা। নিরাপত্তাব্যবস্থা ভেঙে সংসদের অধিবেশন কক্ষে ঢুকে দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে ধোঁয়া ছড়ানোর জন্য ধরা হয়েছে মনোরঞ্জন ও সাগরকে। আর নীলম আজাদ এবং অমল শিন্ডেকে গ্রেফতার করা হয় সংসদ ভবনের বাইরে ধোঁয়ার ক্যানেস্তারা খোলার জন্য। পরবর্তীতে গ্রেফতার ললিত ঝা’কে সংসদে স্মোক-ক্যান হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে দাবি করছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন: বারাণসীতে মোদীর বিরুদ্ধে জোরদার প্রার্থী, দুই নাম নিয়ে জোর চর্চা বিরোধী শিবিরে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।