প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজ্যসভায় বিরোধী দলের নেতা হিসাবে তিনি এই অনুষ্ঠানে অংশ নেবেন। কংগ্রেস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। গতকাল একাধিক ইন্ডিয়া ব্লক নেতার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইন্ডিয়া ব্লকের সহযোগী তৃণমূল কংগ্রেস এই অনুষ্ঠানে যোগ দেবে না।
গতকাল কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকে রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলের নেতা হওয়ার অনুরোধ জানানো হয়। তবে, রাহুল গান্ধী এই পদ গ্রহণ করার সিদ্ধান্তের জন্য সময় চেয়েছেন। কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন হিসাবে সোনিয়া গান্ধীকে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন। কালীঘাটের বৈঠকে সংসদীয় কমিটি গঠন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কে কোন দায়িত্বে?
প্রধানমন্ত্রী মোদি রবিবার তৃতীয়বারের মতো শপথ নেবেন। তিনি দুই মেয়াদ পূর্ণ করে টানা তৃতীয়বারের জন্য জোট সরকার গঠন করতে চলেছেন। প্রথম দুটি মেয়াদে বিজেপি স্বতন্ত্র সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছিল।
এই অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু, সেশেলসের উপ-রাষ্ট্রপতি আহমেদ আফিফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রাভিন্দ কুমার জগনাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ‘প্রচণ্ড’ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে উপস্থিত থাকবেন।