Homeখবরদেশনয়া সংসদ ভবনেই বাদল অধিবেশন, পুরনো ভবনটি এ বার কী হবে

নয়া সংসদ ভবনেই বাদল অধিবেশন, পুরনো ভবনটি এ বার কী হবে

প্রকাশিত

নয়াদিল্লি: রবিবার নয়া সংসদ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বাদল অধিবেশন থেকে এই ভবনে আইনসভার কাজ শুরু হবে। এমন পরিস্থিতিতে পুরনো সংসদ ভবনের কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই ভবনটি কী ভাবে ব্যবহার করা হবে তা এখনও স্পষ্ট নয়, তবে সরকারের পক্ষ থেকে নিশ্চিত ভাবে বলা হয়েছে যে এটিকে হেরিটেজ হিসেবে সংরক্ষণ করা হবে।

পুরনো সংসদ ভবনের বয়স ৯৬। ১৯২৭ সালে ভবনটির উদ্বোধন করেন বড়লাট লর্ড আরউইন। তখন অবশ্য এই ভবনের নাম ছিল ‘কাউন্সিল হাউস’। ভিতরে বসত কেন্দ্রীয় আইনসভা। স্বাধীনতার পরে এই কাউন্সিল হাউসেরই নাম পাল্টে রাখা হয় সংসদ ভবন। গণতান্ত্রিক ভারতের প্রতীক সংবিধানও এই সংসদ ভবনেই গৃহীত হয়েছিল। ১৯৫৬ সালে আরও দুটি তলা যোগ করা হয় এই ভবনে। ২০০৬ সালে একটি সংগ্রহশালাও তৈরি হয়।

এখন নতুন ভবনটির উদ্বোধন হয়ে যাওয়ায় পুরনো ভবনটি ঐতিহ্যবাহী ভবন হিসেবে বহাল থাকবে তা নিশ্চিত। সেটি ভেঙে ফেলার কোনো পরিকল্পনাই নেই সরকারের। সেক্ষেত্রে বড়ো আকারের মিউজিয়াম হিসাবে পুরনো সংসদ ভবনকে কাজে লাগানো হবে। সাধারণ মানুষ যেন ভবনে ঢুকে ঘুরে দেখতে পারেন, সেই ব্যবস্থাও থাকবে। অধিবেশনের জায়গায় বসারও সুযোগ পাবেন দর্শনার্থীরা। আগামী দিনে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে এই পুরনো সংসদ ভবন।

সূত্রের খবর, বিশেষ কিছু অনুষ্ঠানেও এই ভবন ব্যবহার করা যেতে পারে। তবে এখন পর্যন্ত লিখিত ভাবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পুরনো ভবনের কিছু অংশের অবস্থা খুবই খারাপ, যা মেরামত করা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ১৯২১ সালের ১২ ফেব্রুয়ারি ব্রিটেনের ডিউক অব কনৌট সংসদ ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। সেই সময় এই সংসদ ভবন তৈরি করতে সময় লেগেছিল ৬ বছর। যেখানে নতুন সংসদ ভবন তৈরি করতে প্রায় ১২০০ কোটি খরচ হল, সেখানেই পুরনো সংসদ ভবন তৈরি করতে খরচ হয়েছিল মাত্র ৮৩ লক্ষ টাকা।

আরও পড়ুন: নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী, প্রতিষ্ঠিত হল সোনার রাজদণ্ড ‘সেঙ্গল’

আরও পড়ুন: বিরোধীদের বয়কট, রবিবার কড়া নিরাপত্তায় নতুন সংসদ ভবনের উদ্বোধন

আরও পড়ুন: দেশের নতুন সংসদ ভবনের ভিতরটা কেমন দেখতে?

আরও পড়ুন: এ বার আসছে ৭৫ টাকার কয়েন! কী রকম দেখতে?

সাম্প্রতিকতম

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।

শহরে অত্যধিক গরমের অনুভূতির কারণ ‘আরবান হিট আইল্যান্ড’

শ্রয়ণ সেন তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গ। এই অঞ্চলের ১৫টি জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব...

লোকসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল ত্রিপুরায়, দ্বিতীয় স্থানে বাংলা

কমিশনের তথ্য অনুযায়ী সন্ধে সাতটা পর্যন্ত ভোট পড়েছে, ৭৯.৯০ প্রথম দফায় ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথে এদিন কেন্দ্রীয় বাহিনী ছিল।

ভোট না দিয়ে ফেরত যাবেন না! পরিযায়ী শ্রমিকদের ‘সতর্কবার্তা’ মমতার

মুর্শিদাবাদের জনসভায় তিনি বলেন, 'আমি সমস্ত পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করতে চাই যারা এখানে ঈদ উদযাপন করতে এসেছেন, দয়া করে ভোট না দিয়ে ফিরে যাবেন না।

আরও পড়ুন

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।

লোকসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল ত্রিপুরায়, দ্বিতীয় স্থানে বাংলা

কমিশনের তথ্য অনুযায়ী সন্ধে সাতটা পর্যন্ত ভোট পড়েছে, ৭৯.৯০ প্রথম দফায় ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথে এদিন কেন্দ্রীয় বাহিনী ছিল।

প্রথম দফায়  গডকরী, রিজিজু-সহ মোদী সরকারের ৮ মন্ত্রী, বিজেপির ২ প্রাক্তন মুখ্যমন্ত্রী লড়ছেন ভোটে

লোকসভার পাশাপাশি   অরুণাচল প্রদেশের ৬০ এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনেও ভোট হবে শুক্রবার।