Homeখবরদেশসবুজ বিপ্লবের জনক কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথন প্রয়াত

সবুজ বিপ্লবের জনক কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথন প্রয়াত

প্রকাশিত

চেন্নাই: ভারতে সবুজ বিপ্লবের জনক বিখ্যাত কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথন প্রয়াত হলেন। পরিবারের সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সোয়া ১১টা নাগাদ চেন্নাইয়ের তেনামপেটে তাঁর বাসভবনে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮।  

মৃত্যুকালে স্বামীনাথন রেখে গেলেন তাঁর তিন কৃতী কন্যাসন্তানকে। বড়ো সৌম্যা স্বামীনাথন এমএসএসআরএফ-এর (এমএস স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশন) চেয়ারপারসন, মেজো মধুরা স্বামীনাথন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট-এর অর্থনীতির অধ্যাপক এবং ছোটো নিত্যা স্বামীনাথন ইস্ট অ্যাঞ্জালিয়া বিশ্ববিদ্যালয়ে জেন্ডার অ্যানালিসিসের লেকচারার ছিলেন। স্ত্রী মীনা গত বছরই প্রয়াত হন।

সংক্ষিপ্ত জীবনী   

বিজ্ঞানী স্বামীনাথনের পুরো নাম মানকম্বু সম্বাসিবন স্বামীনাথন। জন্ম তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলায়। তিনি ছিলেন একাধারে কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী, উদ্ভিদ প্রজনন-বিশেষজ্ঞ, প্রশাসক এবং সবার উপরে একজন মানবতাবাদী। ভারতের কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছিলেন স্বামীনাথন। তিনিই ধানের বিভিন্ন উচ্চফলনশীল প্রজাতির চাষের উদ্ভাবন করেছিলেন আমাদের এই দেশে। আর এর ফলে দেশের স্বল্পআয়ী কৃষকদের আর্থিক অবস্থার প্রভূত উন্নতি হয়েছিল।

রাষ্ট্রপুঞ্জের পরিবেশ কর্মসূচি (ইউনাইটেড নেশনস্‌ এনভায়রনমেন্ট প্রোগ্রাম) অনুসারে এম এস স্বামীনাথন ‘ফাদার অফ ইকোনমিক ইকোলজি’ হিসেবে পরিচিত ছিলেন। সবুজ বিপ্লবের সাফল্য ত্বরান্বিত করার জন্য গত শতকের ষাট ও সত্তরের দশকে তৎকালীন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী সি সুব্রহ্মণ্যম ও জগজীবন রামের সঙ্গে একযোগে কাজ করেছিলেন এম এস স্বামীনাথন। রাসায়নিক-জীববিজ্ঞানগত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধান ও গমের উৎপাদনশীলতা প্রভূত পরিমাণে বাড়ানোর দিশা দেখিয়েছিল সবুজ বিপ্লব।

ভারতবর্ষে উচ্চফলনশীল ধান ও গমের চাষ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে পথিকৃৎ ছিলেন এম এস স্বামীনাথন। এ কারণে ১৯৮৭ সালে প্রথম বিশ্ব খাদ্য পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হয়। এই পুরস্কারের টাকাতেই তিনি চেন্নাইয়ে প্রতিষ্ঠা করেন এমএস স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশন (এমএসএসআরএফ)। এ ছাড়াও ১৯৭১ সালে তিনি রমন ম্যাগসেসে পুরস্কার এবং ১৯৮৬ সালে অ্যালবার্ট আইনস্টাইন ওয়ার্ল্ড সায়েন্স পুরস্কারও পান। ভারত সরকারের প্রদত্ত তিনটি অসামরিক পুরস্কার পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণও পেয়েছেন স্বামীনাথন। এ ছাড়াও পেয়েছেন এইচ কে ফিরোদিয়া পুরস্কার, লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় পুরস্কার এবং ইন্দিরা গান্ধী পুরস্কার।

আরও পড়ুন

সত্যজিৎ রায়ের সিনেমাটোগ্রাফার সৌম্যেন্দু রায় প্রয়াত                 

সাম্প্রতিকতম

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...