Homeখবরদেশপরীক্ষায় জালিয়াতি করলে ‘যাবজ্জীবন কারাদণ্ড’, কড়া আইন উত্তরাখণ্ডে

পরীক্ষায় জালিয়াতি করলে ‘যাবজ্জীবন কারাদণ্ড’, কড়া আইন উত্তরাখণ্ডে

প্রকাশিত

দেহরাদুন: নিয়োগ কেলেঙ্কারি এবং প্রশ্নপত্র ফাঁস আটকাতে কড়া অবস্থান নিল উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Government)। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) রবিবার জানিয়ে দিলেন, চাকরির পরীক্ষায় জালিয়াতি করলে যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের কারাদণ্ড দেওয়া হবে। শুধু তাই নয়, সম্পত্তি বাজেয়াপ্তও করা হবে।

কালসিতে একটি ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবে বক্তৃতা করছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “তরুণদের স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষার সঙ্গে আমাদের সরকার কোনো আপস করবে না। এখন কেউ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করলে যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের কারাদণ্ড দেওয়া হবে। পাশাপাশি তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।”

শুক্রবার উত্তরাখণ্ড ‘প্রতিযোগিতামূলক পরীক্ষা (নিয়োগের ক্ষেত্রে অন্যায় উপায়ের প্রতিরোধ এবং প্রতিকারের ব্যবস্থা)’ অধ্যাদেশে স্বাক্ষর করেছেন রাজ্যের উপরাজ্যপাল গুরমিত সিং।

এর আগে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন যে রাজ্যে প্রশ্নপত্র ফাঁস মামলার বিরুদ্ধে পরীক্ষার্থীদের প্রতিবাদের পরে তিনি অধ্যাদেশটি অনুমোদন করেছেন। রাজ্যপালের সম্মতির পর অধ্যাদেশটি এখন আইনে পরিণত হয়েছে।

এ দিন কালসিতে বক্তৃতা করার সময় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশে বলেন, পরীক্ষায় জালিয়াতি রোধে রাজ্যে আইন প্রণয়ন করা হয়েছে, এখন কাউকে যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

আরও পড়ুন: ‘প্রত্যেক কলেজ ছাত্রীকে বিনামূল্যে স্কুটি’, ত্রিপুরায় ভোটপ্রচারে বড়ো প্রতিশ্রুতি অমিত শাহের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জানা গেছে, ভারতের ৫১% শহুরে পরিবার মাসে অন্তত ৩-৪ বার ঐতিহ্যবাহী মিষ্টি খান। তবে ৫৫% নাগরিক এখন পছন্দ করছেন কম চিনি দেওয়া মিষ্টি। ডায়াবেটিস ও কৃত্রিম শর্করার ঝুঁকি নিয়েও সতর্ক বিশেষজ্ঞরা।

মহানগরীতে কালীপুজো: আলোকচিত্রীর ক্যামেরায়  

খবরঅনলাইন ডেস্ক: পঞ্জিকামতে সোমবার দুপুর ২টো ৫৭ মিনিট গতে শুরু হয়েছে অমাবস্যা, চলবে মঙ্গলবার...

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।

কালীপুজো-দীপাবলিতে আকাশ থাকবে পরিষ্কার, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

কালীপুজো ও দীপাবলিতে রাজ্যের আকাশ থাকবে পরিষ্কার, নেই বৃষ্টির সম্ভাবনা। তবে সপ্তাহান্তে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।