Homeখবরদেশ'প্রত্যেক কলেজ ছাত্রীকে বিনামূল্যে স্কুটি', ত্রিপুরায় ভোটপ্রচারে বড়ো প্রতিশ্রুতি অমিত শাহের

‘প্রত্যেক কলেজ ছাত্রীকে বিনামূল্যে স্কুটি’, ত্রিপুরায় ভোটপ্রচারে বড়ো প্রতিশ্রুতি অমিত শাহের

প্রকাশিত

আগরতলা: রবিবাসরীয় প্রচারে ত্রিপুরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Legislative Assembly election 2023) ভোটগ্রহণ। তার ক’দিন আগে শেষ মুহূর্তের প্রচারে প্রকাশ্য জনসভা থেকে রাজ্যবাসীর উদ্দেশে দিলেন বড়ো প্রতিশ্রুতি।

এ দিন সিপাহীজলা জেলায় এক সমাবেশে বক্তৃতা করার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ত্রিপুরায় ক্ষমতায় এলে আমরা প্রত্যেক কলেজপড়ুয়া ছাত্রীকে একটি স্কুটি বিনামূল্যে দেব। তাঁরা সকালে স্কুটিতে করে কলেজ যাবে এবং সন্ধেবেলা আপনাদের নিয়ে স্কুটিতে করে ঘুরতে যাবে, বাজারে কেনাকাটা করে বাড়ি ফিরবেন।”

ত্রিপুরার ভোটপ্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লাগাতার তোপ দাগছেন কংগ্রেস-বাম জোটের বিরুদ্ধে। এ দিন তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরার উন্নয়নে নিরলস কাজ করছেন। কিন্তু কমিউনিস্ট, কংগ্রেস এবং টিপরা মোথা রাজ্যে ‘জঙ্গলরাজ’ ফিরিয়ে আনতে চাইছে”।

আগের দিন ত্রিপুরার চণ্ডীপুরে একটি সমাবেশেও শাহের নিশানায় ছিল কংগ্রেস-বাম জোট। এ দিন আবারও বলেন, “কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে, সিপিএম প্রমাণ করেছে যে তারা নির্বাচনে হারতে চলেছে। তারা একা বিজেপির মুখোমুখি হতে পারেনি। সিপিএম-এর সঙ্গে জোট করে কংগ্রেসের লজ্জা হওয়া উচিত। কারণ, সিপিএমের হাতে অনেক কংগ্রেস কর্মী খুন হয়েছেন”।

সিপিএম-কে নিশানায় রেখে তাঁর আবেদন, “যখন ২০১৬ ও ২০১৭ সালে এসেছিলাম তখন এখানকার সবাই কমিউনিস্টদের নিয়ে ভয়ে ভয়ে থাকত। পানীয় জলের সংযোগ নিতে হলে ওদের ক্যাডারের কাছে যেতে হতো, রেশন কার্ড, চাকরি পাওয়ার জন্যও ক্যাডারদের কাছে যেতে হতো। ২৭ বছর পর ক্যাডারদের থেকে মুক্তি মিলেছে। এইবার আর ক্যাডারদের ঢুকতে দেবেন না”।

আরও পড়ুন: ২৭ বছর পর মিলেছে মুক্তি, মঞ্চে দাঁড়িয়ে সিপিএমকে কটাক্ষ অমিত শাহের

সাম্প্রতিকতম

জীবনের শেষ দিন পর্যন্ত জেলে থাকতে হবে সঞ্জয়কে, আরজি কর মামলায় সাজা শোনালেন বিচারক

আরজি কর হাসপাতালের ধর্ষণ-খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।...

বুধবার থেকে শুরু রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন, কীভাবে করবেন আবেদন

বুধবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজিস্ট্রেশন। জেনে নিন আবেদন করার পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ তারিখ।

আইআইটি কানপুরের ‘রোবোটিক এক্সোস্কেলিটন’ বদলে দেবে স্ট্রোক পুনর্বাসন প্রক্রিয়া

আইআইটি কানপুর তৈরি করল বিশ্বের প্রথম ব্রেন-কম্পিউটার ইন্টারফেস সমর্থিত রোবোটিক হ্যান্ড এক্সোস্কেলিটন। স্ট্রোক পুনর্বাসনে অভূতপূর্ব অগ্রগতির আশা।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পদাতিক’-এর সাফল্য, অডিয়েন্স অ্যাডয়ার্ড জিতল সৃজিত মুখার্জির ছবি

সৃজিত মুখার্জির মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার জিতে নিয়েছে। এই জয় ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

সিলিন্ডার ফেটে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় তাঁবুতে আগুন, কোনও হতাহত নেই

প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন, নড়েচড়ে বসল প্রশাসন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কোনো হতাহতের খবর নেই।

আন্দোলনরত কৃষকদের চণ্ডীগড়ে বৈঠকে আমন্ত্রণ জানাল কেন্দ্র

১৪ ফেব্রুয়ারি চণ্ডীগড়ে কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে কৃষকদের সঙ্গে বৈঠক। এমএসপি সহ কৃষকদের দাবি নিয়ে আলোচনা হবে।

‘আইআইটিয়ান বাবা’ অভয় সিংহ জুনা আখড়া থেকে বহিষ্কৃত, গুরু অবমাননার অভিযোগ

আইআইটি বম্বের প্রাক্তনী এবং "আইআইটিয়ান বাবা" নামে পরিচিত অভয় সিংহ গুরু অবমাননার অভিযোগে জুনা আখড়া থেকে বহিষ্কৃত। আখড়া শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে