মঙ্গলবার (৪ জুলাই, ২০২৩) বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়াল তেল বিপণন সংস্থাগুলি। তবে স্বস্তির খবর, ঘরোয়া সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বাণিজ্যিক এলপিজির দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ৭ টাকা। সর্বশেষ সংশোধনের পরে, নয়াদিল্লিতে একটি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১,৭৭৩ থেকে বেড়ে হয়েছে ১,৭৮০ টাকা। যা কলকাতায় ১,৯০২ টাকা, মুম্বইতে ১,৭৪০ টাকা এবং চেন্নাইয়ে ১,৯৫২ টাকা।
এর আগে, গত জুন মাসে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ৮৩.৫০ টাকা। সাধারণত, মাসের পয়লা তারিখে এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করা হয়। গত ১ জুলাই ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডার এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি।
দেশের রাজধানী নয়াদিল্লিতে, রান্নার জন্য ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম ১,১০৩ টাকা। এ ছাড়া মুম্বইতে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ১১০২.৫০ টাকা, কলকাতায় ১১২৯ টাকা এবং চেন্নাইতে একটি ঘরোয়া এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১১১৮.৫০ টাকায়।
বলে রাখা ভালো, বছরে ১২টি ঘরোয়া এলপিজি সিলিন্ডারে ভর্তুকি পেয়ে থাকেন গ্রাহকরা। তবে সেই ভর্তুকি উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে গত কয়েক বছরে। উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি মিললেও সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ভর্তুকি মূল্য নামমাত্র।
আরও পড়ুন: শহরে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, মঙ্গলবার ঠাসা কর্মসূচি