Homeখবরদেশএক মাসে লাগাতে হবে ৫০টি গাছ, অবমাননা মামলায় শাস্তি হিসাবে অভিযুক্তকে এমনই...

এক মাসে লাগাতে হবে ৫০টি গাছ, অবমাননা মামলায় শাস্তি হিসাবে অভিযুক্তকে এমনই নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত

একটি ফৌজদারি অবমাননার মামলায় অভিযুক্ত ব্যক্তির ক্ষমাপ্রার্থনা মঞ্জুর করে তাঁকে এক মাসের মধ্যে ৫০টি দেশীয় প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট।

স্বতপ্রণোদিত ফৌজদারি অবমাননা মামলায় বিচারপতি সঞ্জীব সচদেব এবং বিচারপতি বিনয় সরফের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। অভিযুক্ত রাহুল সাহুকে নির্দেশ দেওয়া হয়েছে, মরেনা জেলার সম্বলগড় অঞ্চলে কমপক্ষে ৪ ফুট লম্বা ৫০টি দেশীয় প্রজাতির গাছ লাগাতে হবে।

গাছ লাগানোর এই প্রক্রিয়ায় নজরদারি চালাবেন সম্বলগড়ের উপবিভাগীয় বন আধিকারিক। এক মাসের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।

সম্বলগড়ের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস (JMFC) আদালত থেকে পাওয়া অবমাননা রেফারেন্সের ভিত্তিতে হাইকোর্ট এই পদক্ষেপ নিয়েছে।

আদালতে উপস্থিত হয়ে অভিযুক্ত বলেন, তিনি দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে তাঁর জ্ঞান সীমিত। তিনি নিজের আচরণের জন্য দুঃখপ্রকাশও করেছেন। ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সামাজিক সেবায় অংশগ্রহণের ইচ্ছাও প্রকাশ করেন।

গাছ লাগানোর নির্দেশ পালন করলে মামলার কার্যক্রম বন্ধ হবে বলে আদালত জানিয়েছে।

আইনজীবী আশিস সিং যাদৌন জানিয়েছেন, রাহুল সাহু সামাজিক মাধ্যমে একটি পারিবারিক মামলার শুনানির সময় আদালতের ছবি পোস্ট করেছিলেন। এই পোস্টের ভিত্তিতে ফার্স্ট ক্লাস আদালত তাঁকে নোটিশ দেয়, কিন্তু তিনি তাতে সাড়া দেননি। পরে মামলাটি হাইকোর্টে পাঠানো হয়।

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্টে জোড়া যাবে চার জন পর্যন্ত নমিনি, বিল পাস লোকসভায়

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...