কলকাতা: নিজের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। শুক্রবার সংবাদ মাধ্যমের কাছে জানালেন, প্রায় প্যারালিসিস হওয়ার পথে তাঁর বাঁ হাত ও বাঁ পা। তবে, অন্য কোনো প্রশ্নের উত্তর না দিয়েই এ দিন গাড়িতে উঠে পড়েন তিনি।
ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে প্রতি ২৪ ঘণ্টা অন্তর আলিপুরের কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয়কে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টও নির্দেশ দেয়, আপাতত কমান্ড হাসপাতালেই হবে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা।
সেই মতো এ দিন সকালেও তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি যখন ইডি দফতর থেকে বেরিয়ে আসছেন, তখন সাংবাদিকরা নানা ধরনের প্রশ্ন করছিলেন তাঁকে। সে সব উত্তর না দিয়ে মন্ত্রী বলে ওঠেন, ‘আমার শরীর খুব খারাপ’। তারপর বাঁ হাত কিছুটা উঁচু করে গালের পাশে এনে বলেন, ‘আমার বাঁ হাত আর বাঁ পা প্যারালিসিসের জায়গায় চলে যাচ্ছে। আমি হাসপাতালে যাচ্ছি ভালো চিকিৎসার জন্য’।
রেশন দুর্নীতির কথা জানতেন? ওই দফতরের মন্ত্রী ছিলেন। তদন্ত করিয়েছিলেন? বাকিবুর রহমানকে চিনতেন? এ নিয়ে বারবার প্রশ্ন করা হলেও এদিন মুখে কুলুপ আঁটেন মন্ত্রী।
হাসপাতালে ঢোকার সময় ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়েন মন্ত্রী। এখনও ইডি হেফাজতেই রয়েছেন মন্ত্রী। সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘১৩ নভেম্বর আপনাদের সঙ্গে দেখা হবে ব্যাঙ্কশাল আদালতে।’
গতকাল, বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আপাতত কমান্ড হাসপাতালেই হবে রেশন দুর্নীতি মামলায় ধৃত ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা। এ নিয়ে বৃহস্পতিবার এজলাসের ভিতরে তর্কে জড়িয়ে পড়েন ইডি ও কমান্ড হাসপাতালের আইনজীবী। মামলার পরবর্তী শুনানি ১৬ নভেম্বর।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে ডেডলাইন সুপ্রিম কোর্টের, আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা