Homeখবরদেশএথিক্স কমিটিকে পাঠানো চিঠি প্রকাশ্যে আনলেন মহুয়া মৈত্র, কী কারণে

এথিক্স কমিটিকে পাঠানো চিঠি প্রকাশ্যে আনলেন মহুয়া মৈত্র, কী কারণে

প্রকাশিত

কলকাতা: আগামীকাল (বৃহস্পতিবার, ২ নভেম্বর) লোকসভায় এথিক্স কমিটির সামনে হাজির হবেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ঠিক তার এক দিন আগে এথিক্স কমিটিকে পাঠানো চিঠি প্রকাশ্যে আনলেন তিনি। কী কারণে?

টাকার বদলে সংসদে প্রশ্ন বিতর্কে প্রথমে ৩১ অক্টোবর মহুয়াকে তলব করেছিল লোকসভার এথিক্স কমিটি । কিন্তু নিজের সংসদীয় এলাকায় ব্যস্ত থাকায় সেদিন হাজিরা দেননি তৃণমূল সাংসদ। তিনি চিঠি দিয়ে এথিক্স কমিটির কাছে ৫ নভেম্বর পর্যন্ত সময় চেয়ে নেন। এরই মধ্যে মহুয়া চ্যালেঞ্জের সুরে জানিয়ে দেন, ২ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার তিনি এথিক্স কমিটিতে হাজিরা দেবেন। এবং সব অভিযোগ খণ্ডন করবেন।

তৃণমূল সাংসদের চ্যালেঞ্জ, “একটা পয়সা নিয়েছি প্রমাণ করতে পারবে না। ওরা যে কোনও মূল্যে মুখ বন্ধ করতে চায়। তাই যা তা একটা অভিযোগ দিয়ে দিয়েছে। কোনও প্রমাণ আছে? এক পয়সা নিয়েছি প্রমাণ থাকলে এথিক্স কমিটিতে ডাকত না। এফআইআর করে সোজা জেলে ঢুকিয়ে দিত। কিছু প্রমাণ করতে পারবে।” তাঁর সাফ কথা, ”ওরা আমার একটা চুলও স্পর্শ করতে পারবে না। আমি এথিক্স কমিটিতে যাব। আর সব অভিযোগ খণ্ডন করব।”

বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (আগের টুইটার)-এ একটি পোস্ট করেন মহুয়া। যেখানে তিনি প্রকাশ্যে আনেন এথিক্স কমিটিকে পাঠানো নিজের চিঠিটি। এর কারণ হিসেবে তাঁর ব্যাখ্যা, “যেহেতু এথিক্স কমিটি মিডিয়ার কাছে আমাকে পাঠানো সমন প্রকাশ করা উপযুক্ত বলে মনে করেছে আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ আমিও আগামীকাল আমার ‘শুনানির’ আগে কমিটির কাছে পাঠানো আমার চিঠিটি প্রকাশ করছি।”

মহুয়া চিঠিতে লিখেছেন, তিনি এথিক্স কমিটির ‘সম্মানার্থে’ ওই দিন সকাল ১১টায় হাজিরা দেবেন। কিন্তু সেই সঙ্গে তীব্র প্রতিবাদও জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এটা দেখে তিনি বিস্মিত হচ্ছেন যে, তাঁর অনুরোধ সত্ত্বেও কমিটি কার্যত তাঁর উপর চাপ সৃষ্টি করে তাঁকে ডেকে পাঠিয়েছে। তিনি সমনের সম্মানার্থে ওই দিন হাজিরা দেবেন। কিন্তু ওই ধরনের মনোভাবের তীব্র প্রতিবাদও জানিয়ে রাখছেন।

একই সঙ্গে এদিন তিনি প্রশ্ন তুলেছেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে, তা যাচাই করার জন্য এথিক্স কমিটি কি আদৌ উপযুক্ত ফোরাম? তাঁর দাবি, সংসদীয় কমিটিগুলির কোনও ফৌজদারি এক্তিয়ার নেই। তাই, এই মামলার তদন্তের দায়িত্ব, কোনও আইন রক্ষাকারী সংস্থাকে দেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: মহুয়া মৈত্রের আইফোনে ‘রাষ্ট্রীয় মদতে’ হ্যাকের সতর্কবার্তা, আপনি পেলে কী করবেন

সাম্প্রতিকতম

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন উদ্যোগ, এ বার উপভোক্তাদের ঘরে পৌঁছবে লাইফ সার্টিফিকেট

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের হাতে ঘরে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। রাজ্যের লক্ষাধিক প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা উপকৃত।

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে হড়পা বান, ওড়িশার বালেশ্বরে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ১৭টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে