Homeখবরদেশমহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ সংসদে, তীব্র হই-হট্টগোলে মুলতুবি লোকসভা

মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ সংসদে, তীব্র হই-হট্টগোলে মুলতুবি লোকসভা

প্রকাশিত

নয়াদিল্লি: শুক্রবার সংসদে পেশ হল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট। তীব্র হই-হট্টগোল, বিক্ষোভের মাঝেই লোকসভায় পেশ হল রিপোর্ট। বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকার এই রিপোর্ট পেশ করেন। রিপোর্টে মহুয়ার সাংসদ পদ খারিজ করার সুপারিশ করা হয়েছে।

আগেই মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের সুপারিশে সিলমোহর দিয়েছিল লোকসভার এথিক্স কমিটি। তাই নিয়ে সংসদে তুলকালাম বেঁধে যায় এ দিন সকাল থেকেই। বিরোধীদের হট্টগোলের জেরে প্রথমে বেলা ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা। কিন্তু ফের লোকসভা অধিবেশন বসার পরও পরিস্থতি শান্ত হয়নি। তার মধ্য়েই লোকসভায় রিপোর্ট পেশ করে এথিক্স কমিটি। তারপর গণ্ডগোলের জেরে ফের দুপুর ২টো অবধি মুলতুবি হয়ে যায় লোকসভা।

প্রসঙ্গত, টাকা ও উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করা এবং ব্য়বসায়ী দর্শন হিরানন্দানিকে সাংসদ পোর্টালের লগ-ইন পাসওয়ার্ড দেওয়ার অভিযোগ উঠেছে মহুয়া তৃণমূল সাংসদের বিরুদ্ধে। এই অভিযোগের লোকসভার এথিক্স কমিটি যে রিপোর্ট দিয়েছে, তাতে দাবি করা হয়েছে, মহুয়া মৈত্র যা করেছেন, তা কঠোর শাস্তিযোগ্য়। তাই কমিটির সুপারিশ, সাংসদ মহুয়া মৈত্রর সতেরো-তম লোকসভার সদস্য়পদ বাতিল করা হোক।

বিশেষজ্ঞদের মতে, মহুয়া মৈত্রকে শুধুমাত্র তখনই বহিষ্কার করা যেতে পারে যদি এথিক্স কমিটির রিপোর্টের পক্ষে ভোটাভুটির ফলাফল তাঁর বিরুদ্ধে যায়। তাঁর কাজকে “অত্যন্ত আপত্তিকর, অনৈতিক, জঘন্য এবং অপরাধমূলক” বলে বর্ণনা করা হয়েছে ওই রিপোর্টে।

আজ যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গেই লোকসভায় প্রবেশ করেন মহুয়া। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “মা দুর্গা এসেছেন! এখন আমরা দেখব.. যখন ধ্বংস আসে, বিবেক আগে মারা যায়।…ওরা ‘বস্ত্রহরণ’ শুরু করেছে এবং এ বার আপনারা ‘মহাভারতের রণক্ষেত্র’ দেখতে পাবেন।”

নজরুলের পংক্তি উচ্চারণ করে দৃঢ়প্রত্যয়ের সঙ্গে মহুয়া বলেন , “অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।”

আরও পড়ুন: ঋণের মাসিক কিস্তিতে স্বস্তি! হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইউপিআই পেমেন্টের সীমা বাড়াল আরবিআই

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।