Homeখবরদেশ'নজর দিন মণিপুরে,গুরুত্ব দিন বিরোধীদের', মোদীকে বার্তা সঙ্ঘপ্রধানের

‘নজর দিন মণিপুরে,গুরুত্ব দিন বিরোধীদের’, মোদীকে বার্তা সঙ্ঘপ্রধানের

প্রকাশিত

নরেন্দ্র মোদীর তৃতীয় বারের শপথ গ্রহণের পরের দিনই নতুন সরকারের উদ্দেশ্যে আরএসএস প্রধান মোহন ভাগবতের বার্তা দিয়েছেন, বিরোধীদের গুরুত্ব দিতে হবে এবং প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে হবে। ভোটের সময় ‘মর্যাদা পালন করা হয়নি’ বলেও ক্ষোভ প্রকাশ করেছেন ভাগবত। রাজনৈতিক শিবিরে এটিকে কার্যত মোদীর প্রতি বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

ভাগবত পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে নতুন সরকারকে সর্বসম্মতির ভিত্তিতে এগোতে হবে। গত দশ বছরে যা হয়নি বলে বিরোধীদের অভিযোগ রয়েছে, তা বাস্তবায়িত করতে হবে। মণিপুরে শান্তি ফেরানোর গুরুত্ব দেওয়ার জন্য মোদীকে যে কথা বারবার বলে এসেছেন বিরোধী দলের নেতারা, বিজেপির ভোট বিপর্যয়ের পরে সেই পরামর্শও শোনা গিয়েছে ভাগবতের মুখে। তিনি উল্লেখ করেছেন যে মণিপুরে শান্তি ফেরানোর বিষয়টি সরকারকে এবার গুরুত্ব সহকারে দেখতে হবে।

নাগপুরে সঙ্ঘ শিক্ষানবিশদের একটি সভায় আজ বিরোধী দলগুলির গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন ভাগবত। রাজনৈতিক মহলে এটিকে মোদী-শাহদের প্রতি সঙ্ঘের স্পষ্ট বার্তা হিসেবেই দেখা হচ্ছে। ভাগবত বলেছেন, “এভাবে কেমন করে দেশ চলবে, ভাই! সবাই মিলে দেশকে চালাতে হবে তো। দুটো পক্ষ রয়েছে। একটি পক্ষকে বিরোধী পক্ষ বলা হয়। আমি অবশ্য তাঁদের প্রতিদ্বন্দ্বী বলি। তাঁরা বিরোধী নন, তেমনটা ভাবাও উচিত নয়। তাঁরা প্রতিদ্বন্দ্বী, অন্য ভাবনাকে তুলে ধরেন। তাঁদের কথাকে গুরুত্ব দিতে হবে।”

ভাগবত ভোট প্রচারের সময় যে ভাবে বিরোধীদের উদ্দেশে শব্দবাণ ছোড়া হয়েছে তারও সমালোচনা করেছেন। তাঁর মতে, সরকারকে সর্বসম্মতির ভিত্তিতে পরিচালিত হতে হবে এবং বিরোধীদের সম্মান ও গুরুত্ব দিতে হবে। এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন সরকারের প্রতি সঙ্ঘের দিকনির্দেশনা হিসেবে গণ্য করা হচ্ছে।

আরএসএস প্রধান মোহন ভাগবতের এই বক্তব্যের প্রেক্ষিতে, এনসিপি-এসসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেছেন, “আমি তাঁর বক্তব্যকে স্বাগত জানাই কারণ মণিপুর ভারতের অংশ। যখন আমরা দেখি আমাদের লোকরা এত দুর্দশার মধ্যে রয়েছেন, তখন কতা আমাদের সবার জন্য অত্যন্ত বিরক্তিকর। এটা আমরা দাবি করে আসছি, জোট ‘ইন্ডিয়া’ অনেকদিন ধরেই দাবি করে আসছিল যে, আসুন আমরা সব দলের প্রতি আস্থা রাখি।’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...