Homeখবরদেশ'নজর দিন মণিপুরে,গুরুত্ব দিন বিরোধীদের', মোদীকে বার্তা সঙ্ঘপ্রধানের

‘নজর দিন মণিপুরে,গুরুত্ব দিন বিরোধীদের’, মোদীকে বার্তা সঙ্ঘপ্রধানের

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

নরেন্দ্র মোদীর তৃতীয় বারের শপথ গ্রহণের পরের দিনই নতুন সরকারের উদ্দেশ্যে আরএসএস প্রধান মোহন ভাগবতের বার্তা দিয়েছেন, বিরোধীদের গুরুত্ব দিতে হবে এবং প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে হবে। ভোটের সময় ‘মর্যাদা পালন করা হয়নি’ বলেও ক্ষোভ প্রকাশ করেছেন ভাগবত। রাজনৈতিক শিবিরে এটিকে কার্যত মোদীর প্রতি বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

ভাগবত পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে নতুন সরকারকে সর্বসম্মতির ভিত্তিতে এগোতে হবে। গত দশ বছরে যা হয়নি বলে বিরোধীদের অভিযোগ রয়েছে, তা বাস্তবায়িত করতে হবে। মণিপুরে শান্তি ফেরানোর গুরুত্ব দেওয়ার জন্য মোদীকে যে কথা বারবার বলে এসেছেন বিরোধী দলের নেতারা, বিজেপির ভোট বিপর্যয়ের পরে সেই পরামর্শও শোনা গিয়েছে ভাগবতের মুখে। তিনি উল্লেখ করেছেন যে মণিপুরে শান্তি ফেরানোর বিষয়টি সরকারকে এবার গুরুত্ব সহকারে দেখতে হবে।

নাগপুরে সঙ্ঘ শিক্ষানবিশদের একটি সভায় আজ বিরোধী দলগুলির গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন ভাগবত। রাজনৈতিক মহলে এটিকে মোদী-শাহদের প্রতি সঙ্ঘের স্পষ্ট বার্তা হিসেবেই দেখা হচ্ছে। ভাগবত বলেছেন, “এভাবে কেমন করে দেশ চলবে, ভাই! সবাই মিলে দেশকে চালাতে হবে তো। দুটো পক্ষ রয়েছে। একটি পক্ষকে বিরোধী পক্ষ বলা হয়। আমি অবশ্য তাঁদের প্রতিদ্বন্দ্বী বলি। তাঁরা বিরোধী নন, তেমনটা ভাবাও উচিত নয়। তাঁরা প্রতিদ্বন্দ্বী, অন্য ভাবনাকে তুলে ধরেন। তাঁদের কথাকে গুরুত্ব দিতে হবে।”

ভাগবত ভোট প্রচারের সময় যে ভাবে বিরোধীদের উদ্দেশে শব্দবাণ ছোড়া হয়েছে তারও সমালোচনা করেছেন। তাঁর মতে, সরকারকে সর্বসম্মতির ভিত্তিতে পরিচালিত হতে হবে এবং বিরোধীদের সম্মান ও গুরুত্ব দিতে হবে। এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন সরকারের প্রতি সঙ্ঘের দিকনির্দেশনা হিসেবে গণ্য করা হচ্ছে।

আরএসএস প্রধান মোহন ভাগবতের এই বক্তব্যের প্রেক্ষিতে, এনসিপি-এসসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেছেন, “আমি তাঁর বক্তব্যকে স্বাগত জানাই কারণ মণিপুর ভারতের অংশ। যখন আমরা দেখি আমাদের লোকরা এত দুর্দশার মধ্যে রয়েছেন, তখন কতা আমাদের সবার জন্য অত্যন্ত বিরক্তিকর। এটা আমরা দাবি করে আসছি, জোট ‘ইন্ডিয়া’ অনেকদিন ধরেই দাবি করে আসছিল যে, আসুন আমরা সব দলের প্রতি আস্থা রাখি।’

সাম্প্রতিকতম

মেয়াদ পেরিয়ে তিনবছরেও টাকা তোলেননি? ফ্রিজ করা হবে ডাকঘরের সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্ট

ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে ম্যাচুরিটির তিনবছর পরও টাকা না তোললে ফ্রিজ হবে অ্যাকাউন্ট। বছরে দু’বার এই প্রক্রিয়া চালু করবে ডাকবিভাগ।

ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় রেল চালু করল অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পাশাপাশি বদলানো হল একটি পুরনো ট্রেনের সময়ও। জেনে নিন বিস্তারিত সময়সূচি।

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

আরও পড়ুন

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

মনরেগায় দুর্নীতি ঠেকাতে ব্যর্থ অ্যাপ ব্যবস্থা, ছবি যাচাইয়ের দায় পঞ্চায়েতের ঘাড়েই চাপল কেন্দ্র

MGNREGA-তে ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করতে চালু হয়েছিল NMMS অ্যাপ। কিন্তু ছবির জালিয়াতি রুখতে ব্যর্থ হওয়ায়, এবার ছবি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হল গ্রাম পঞ্চায়েতকে।