Homeখবরদেশ১ জুন ‘ইন্ডিয়া’র বৈঠক ডাকলেন খড়্গে, ত্রাণে গুরুত্ব দিয়ে যাবেন না মমতা

১ জুন ‘ইন্ডিয়া’র বৈঠক ডাকলেন খড়্গে, ত্রাণে গুরুত্ব দিয়ে যাবেন না মমতা

প্রকাশিত

আগামী ১ জুন সপ্তম তথা শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে। ওই দিনেই দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। তবে ওই বৈঠকে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ইন্ডিয়া জোটের বৈঠক ১ জুন। আমি তাদের জানিয়েছি যে আমি যোগ দিতে পারব না, কারণ ওই দিন পশ্চিমবঙ্গে ১০টি আসনে নির্বাচন রয়েছে। পাঞ্জাব, বিহার এবং উত্তরপ্রদেশেও ১ জুন নির্বাচন রয়েছে। একদিকে সাইক্লোন, অন্যদিকে নির্বাচন—আমাকে সবকিছু সামলাতে হবে। সাইক্লোন পরবর্তী ত্রাণ কাজ আমার প্রথম অগ্রাধিকার।”

তবে বিরোধী জোটের বৈঠকে তৃণমূলের কোনও প্রতিনিধি যাবেন কি না, সে ব্যাপারে মমতা কিছু স্পষ্ট করেননি। ওই দিন মমতার নিজস্ব ভোটও রয়েছে, কারণ তিনি দক্ষিণ কলকাতার ভোটার। ‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় কমিটির অন্যতম সদস্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী, এবং ওই দিন তাঁরও ভোট রয়েছে।

আরও পড়ুন। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার, ‘অবিলম্বে আর্থিক সাহায্য’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘ইন্ডিয়া’ সরকারের গঠনের জন্য তিনি বাইরে থেকে সমর্থন দিতে প্রস্তুত। সোমবারের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সভায় মমতা বলেন, “তৃণমূল ছাড়া ‘ইন্ডিয়া’র সরকার হবে না। এখানে কংগ্রেস এবং সিপিএম চাইছে ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিতে।”

তৃতীয় দফা ভোটের পর মমতা বলেন, “তিন দফা ভোট হয়েছে, তাতেই কুপোকাত। আমরা সবাই মিলে ইন্ডিয়া জোটের সরকার গড়ব। ওরা বড় জোর ১৯০-১৯৫, অন্যদিকে ইন্ডিয়া জোট ৩১৫, তাও ৩-৪টে দলকে ধরা হয়নি। মোদি আর আসবে না।”

এই পরিস্থিতিতে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউ দিল্লির বৈঠকে উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। 

এই পরিস্থিতিতে মমতার সিদ্ধান্ত এবং বক্তব্যে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর সাইক্লোন পরবর্তী ত্রাণ কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া শেষ দফা ভোটের আগে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিকতম

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

কলকাতা বিমানবন্দরে যাত্রা হবে আরও দ্রুত! ডমেস্টিক ট্রান্সফারে চালু হচ্ছে ‘ডিজিযাত্রা’

কলকাতা বিমানবন্দরে এবার আরও দ্রুত ডমেস্টিক কানেক্টিং ফ্লাইটে যাত্রা সম্ভব। ডিজিযাত্রা চালু হচ্ছে ডমেস্টিক-টু-ডমেস্টিক ট্রান্সফার জোনে, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।

সয়াবিন-সানফ্লাওয়ার তেলের ফ্যাট বাড়াচ্ছে প্রাণঘাতী স্তন ক্যানসারের ঝুঁকি! চাঞ্চল্যকর দাবি নিউইয়র্ক গবেষকদের

সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েলের লিনোলেইক অ্যাসিড ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি বাড়ায় বলে দাবি নিউইয়র্কের গবেষকদের। প্রাণঘাতী এই ক্যানসারের বিরুদ্ধে লড়াই কঠিন।

আরও পড়ুন

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

ভারতে নতুন ওয়াকফ আইন, ইসলামিক দেশগুলি কীভাবে নিয়ন্ত্রণ করে এই ধর্মীয় সম্পত্তি?

​ভারতের নতুন ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫ নিয়ে বিতর্ক চললেও, ওয়াকফ ব্যবস্থাপনা শুধুমাত্র ভারতের বিষয়...

‘সুপ্রিম কোর্টই যদি আইন করে, সংসদ বন্ধ করে দিন’, শীর্ষ আদালতকে তীব্র আক্রমণ নিশিকান্ত দুবের

সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলা অবস্থায় বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর কটাক্ষ, ‘সুপ্রিম কোর্টই যদি আইন তৈরি করে, তবে সংসদ ভবন বন্ধ করে দেওয়া উচিত।’
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে