Homeখবরদেশমণিপুর ভাইরাল ভিডিও ‘বিচ্ছিন্ন ঘটনা নয়’, ক'টি মামলা হয়েছে জানতে চাইলেন প্রধান...

মণিপুর ভাইরাল ভিডিও ‘বিচ্ছিন্ন ঘটনা নয়’, ক’টি মামলা হয়েছে জানতে চাইলেন প্রধান বিচারপতি

প্রকাশিত

মণিপুরে মহিলাদের বিবস্ত্র করে প্রকাশ্যে ঘোরানোর ভাইরাল ভিডিও সংক্রান্ত একটি আবেদনের শুনানি করল সুপ্রিম কোর্ট। সোমবার ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ, দু’মাস আগে উত্তর-পূর্ব রাজ্যে জাতিগত হিংসার ঘটনা শুরু হওয়ার পর থেকে শুধুমাত্র এটাই মহিলাদের বিরুদ্ধে যৌন হেনস্থার একমাত্র ঘটনা নয়।

মণিপুরে বিবস্ত্র করে ঘোরানো এবং যৌন নির্যাতনের শিকার মহিলারা তাঁদের নিয়ে তৈরি ভাইরাল ভিডিও সম্পর্কিত একটি নতুন আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। গত ৪ মে নির্যাতনের শিকার মহিলারা এই ঘটনার সঙ্গে সম্পর্কিত এফআইআর-এ নিজেদের পরিচয় গোপন রাখার জন্য আলাদা একটি আবেদন জানিয়েছেন।

এ দিনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, “এই ভিডিয়োটি মহিলাদের উপর হামলার একমাত্র ঘটনা নয়। স্বরাষ্ট্রসচিবের দেওয়া হলফনামায় এ ধরনের একাধিক উদাহরণের ইঙ্গিত রয়েছে”।

তিনি অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান, ৩ মে থেকে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা শুরু হওয়ার পর থেকে নারীদের উপর হামলার বিষয়ে কতগুলো এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর কথায়, “শুধুমাত্র যখন একটা ভিডিও প্রকাশ্যে আসে তখনই এফআইআর করার নির্দেশ দিতে হবে, এটা মোটেই উচিত নয়। … এই তিন মহিলা ন্যায়বিচার পাচ্ছেন কি না, সেটাও আমাদের নিশ্চিত করতে হবে”।

উল্লেখ্য, গত ৪ মে রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলেও দাবি। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনায় নিন্দায় সরব হয় নানা মহল। তার পরেই একে একে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অত্যাচারের ভিডিয়ো তৈরির অপরাধে একজনকে গ্রেফতার করা হয়েছে। যে ফোনে ভিডিয়ো তোলা হয়েছিল, সেটাও বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ঘটনার তদন্তের দায়িত্ব নেওয়ার পরে, মণিপুর পুলিশের দায়ের করা প্রথম এফআইআর পুনরায় নিবন্ধন করেছে সিবিআই।

গত বুধবার এই মামলায় সিবিআই তদন্তের সুপারিশ করেছিল মণিপুর সরকার। পর দিন, বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো এবং গণধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের জন্য কর্মী ও প্রশিক্ষণ বিভাগকেও সুপারিশ করা হয়। ওই দিনই সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করেছে যে মামলাটি সিবিআই-এর হাতে স্থানান্তর করা হয়

আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও’ কর্মসূচি বিপাকে, স্থগিতাদেশ হাইকোর্টের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।