Homeখবররাজ্যঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও' কর্মসূচি বিপাকে, স্থগিতাদেশ হাইকোর্টের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও’ কর্মসূচি বিপাকে, স্থগিতাদেশ হাইকোর্টের

প্রকাশিত

কলকাতা: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই কর্মসূচিতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।  

কী বলছে হাইকোর্ট?

তৃণমূলের এই কর্মসূচির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে বিজেপি। সোমবার সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে। মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘‘কেউ যদি বলেন, কাল হাইকোর্ট ঘেরাও করা হবে তবে কি সরকার বা পুলিশ কোনও পদক্ষেপ করবে না? কেউ যদি কোথাও বোমা রাখা হবে বলে, তবে কি সরকার বা পুলিশ কোনো পদক্ষেপ করবে না?’’

প্রধান বিচারপতি আরও বলেন, “২১ জুলাই সভার জন্য কোর্টে কোনো কাজ হয়নি। সাড়ে ১১টার মধ্যে কোর্ট রুম ফাঁকা হয়ে যায়। আমরা বিচারপতিরা উঠে যেতে বাধ্য হই। রাজনীতি করুন। আপনি জিতুন, অন্যরা হারুক। আপনি হারুন, অন্যরা জিতুক। কিন্তু তার জন্য সাধারণ মানুষ কেন ভুগবে?”

এ দিন হাইকোর্টের নির্দেশের ফলে ৫ আগস্ট থেকে রাজ্যের সমস্ত ব্লক স্তরে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির যে ডাক দিয়েছিলেন অভিষেক, তা আপাতত হচ্ছে না। প্রধান বিচারপতি বলেন, ‘‘সাংবিধানিক পদাধিকারীর কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না।’’

কেন এবং কী এই বাড়ি ঘেরাও কর্মসূচি?

শুক্রবার ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক ঘোষণা করেন, “আগামীদিনে বাংলার মানুষ দিল্লি গিয়ে নিজের অধিকার ছিনিয়ে আনবে। নিজের অধিকারের স্বার্থে লড়বে। আগামী ৫ আগস্ট শনিবার বিজেপির সমস্ত বুথ, অঞ্চল, ব্লক, জেলা থেকে রাজ্য শান্তিপূর্ণভাবে বাড়ি ঘেরাও। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা গণঘেরাও। তবে বাড়িতে কোনো বৃদ্ধ মানুষ থাকলে তাঁকে ছেড়ে দেবেন। কিন্তু বিজেপি নেতা বাড়ি থেকে বেরোবেও না ঢুকবেও না। কিন্তু গায়ে হাত দেবেন না। গণঘেরাও কর্মসূচি হবে। তারপর দিল্লি ঘেরাও হবে। সর্বশক্তি লাগিয়ে দেব। ট্রেনে করে বুকে আশা বেঁধে দিল্লি চলো।”

অভিষেকের পরে মঞ্চে বক্তৃতা করেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিষেক ঘোষিত কর্মসূচির কিছুটা সংশোধন করে বলেন, ‘‘অভিষেক ৫ আগস্ট একটা কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু আমি বলব, ওটা ব্লকে ব্লকে করা হোক। শান্তিপূর্ণ ঘেরাও করো। বাড়ি থেকে ১০০ মিটার দূরে। ভোটের সময় যেমন বুথের ১০০ মিটার দূরে জমায়েত করা যায়। যাতে বলতে না পারে আমাদের অবরুদ্ধ করে রেখেছে। বাংলাকে ভাতে মারা যাবে না। বাংলা অনেক শক্তিশালী মনে রাখবেন।’’

আরও পড়ুন: সোমবার সকালে হল ফুসফুসের সিটি স্ক্যান, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

কুলপিতে তৃণমূল কর্মীদের পুকুরে বিষ দেওয়ার অভিযোগ, শুরু রাজনৈতিক চাপানউতোর

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: কুলপিতে দুই তৃণমূল কর্মীর পুকুরে বিষ দেওয়ার অভিযোগকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।...

গুজরাতে ইন্ডিয়ান অয়েল তেল সংশোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

ভডোদরা: সোমবার বিকেলে গুজরাতের ভডোদরায় আইওসিএল-এর (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড) রিফাইনারির কয়ালি এলাকায় এক...

বাংলাদেশে ট্রাম্প-সমর্থকদের গ্রেফতারের খবর নিয়ে শোরগোল, ভুয়ো বলে দাবি প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস-এর

সদ্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে জোর শোরগোল বাংলাদেশে।...

উপনির্বাচনের প্রচারে অশোক স্তম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্য, সুকান্ত মজুমদারকে নোটিস কমিশনের

কলকাতা: তালড্যাংড়া উপনির্বাচনের প্রচারে পুলিশের অশোক স্তম্ভ ব্যবহারের প্রসঙ্গে মন্তব্য করায় বিজেপির রাজ্য সভাপতি...

আরও পড়ুন

উপনির্বাচনের প্রচারে অশোক স্তম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্য, সুকান্ত মজুমদারকে নোটিস কমিশনের

কলকাতা: তালড্যাংড়া উপনির্বাচনের প্রচারে পুলিশের অশোক স্তম্ভ ব্যবহারের প্রসঙ্গে মন্তব্য করায় বিজেপির রাজ্য সভাপতি...

বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে, দক্ষিণে দু’দিন পর থেকে পারদপতন

খবর অনলাইনডেস্ক: আগামী ৪৮ ঘণ্টার পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের পদধ্বনির একটা আভাস পাওয়া...

আরজি করের ঘটনা ধামাচাপার অভিযোগে নতুন মোড়, উদ্ধার সন্দীপ-অভিজিতের ফোনে মুছে দেওয়া তথ্য!

কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। প্রাক্তন অধ্যক্ষ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে