Homeখবরদেশপ্রকাশ্যে মাংস বিক্রি ও বেলাগাম মাইক নিষিদ্ধ,  দায়িত্ব নিয়েই ঘোষণা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

প্রকাশ্যে মাংস বিক্রি ও বেলাগাম মাইক নিষিদ্ধ,  দায়িত্ব নিয়েই ঘোষণা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

প্রকাশিত

ভোপাল: প্রকাশ্যে মাংস বিক্রি এবং ধর্মীয় স্থানে অনিয়ন্ত্রিত ভাবে লাউডস্পিকার চালানো নিষিদ্ধ হল মধ্যপ্রদেশে। বুধবার শপথ নিয়েই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘোষণা করেন।

বুধবার দায়িত্ব নিয়েই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, “ধর্মীয় স্থানে এবং খোলামেলা জায়গায় অনিয়ন্ত্রিত ভাবে মাইক চালানো চলবে না।” সংবাদ সংস্থা পিটিআইকে এই খবর দেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) রাজেশ রাজোরা।

তিনি জানান, সুপ্রিম কোর্ট এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের যে নির্দেশ আছে তার ভিত্তিতে কী ভাবে লাউড স্পিকার চালানো যাবে, তার গাইডলাইন জারি করা হয়েছে। এই গাইডলাইন অবিলম্বে বলবৎ করা হয়েছে।

ধর্মীয় স্থানে লাউডস্পিকার চালানো হলে এবং গান চালানোর জন্য ডিজে বাজানো হলে তার শব্দের মাত্রার উপর নজরদারি করার জন্য প্রতি জেলায় ফ্লাইং স্কোয়াড তৈরি করা হয়েছে।

লাউড স্পিকার চালানোর উপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি প্রকাশ্যে মাংস বিক্রিও বন্ধ করে দেওয়া হল মধ্যপ্রদেশে।

শপথ নিলেন নতুন মুখ্যমন্ত্রী

মধ্যপ্রদেশ বিজেপি পরিষদীয় দলের নেতা এবং উজ্জয়িনী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মোহন যাদব বুধবার রাজ্যের ১৯তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। রাজ্যের রাজধানী ভোপালের লাল প্যারেড গ্রাউন্ডে ৫৮ বছরের মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল মঙ্গুভাই পটেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নড্ডা এবং রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান  প্রমুখ। এ ছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন।    

এ দিন রাজ্যের দুই উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন রাজেন্দ্র শুক্ল এবং জগদীশ দেওদা।

আরও পড়ুন

নিরাপত্তায় বড়সড় খামতি, লোকসভায় ধোঁয়া-তাণ্ডব! কী ভাবে ভিতরে ঢুকলেন ২ বহিরাগত

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...