মুম্বই : তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। উদ্ধার নগদ ১ কোটি ২১ লক্ষ টাকা। এছাড়াও প্রায় ৫ কোটি ৫১ লক্ষ টাকার সোনার এবং হীরের গয়না উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে, আর্থিক তছরুপের অভিযোগের ভিত্তিতে মুম্বই এবং নাগপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় ইডি। মিললো সাফল্য। নগদ টাকা সহ উদ্ধার সোনার গয়না।
সূত্র মারফত জানা যাচ্ছে, চলতি মাসের ৩ তারিখ মুম্বাই এবং নাগপুরের প্রায় ১৫টি এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। জানা যাচ্ছে, এই তল্লাশি অভিযান চালানো হয়েছিল পঙ্কজ মেহাদিয়া, লোকেশ জৈন, কার্তিক জৈন নামে ৩ ব্যক্তির বাড়ি এবং অফিসে। আর্থিক কেলেঙ্কারিতে ওই ৩ ব্যক্তি অন্যতম প্রধান অভিযুক্ত বলে দাবি করেছেন তদন্তকারীরা। নগদ টাকা এবং গয়নার পাশাপাশি বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়েছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত।
অভিযুক্তদের বিরুদ্ধে নাগপুরের সিতাবুলদি থানায় দায়ের হয়েছিল অভিযোগ। এরপরই তদন্তে নামেন ইডি আধিকারিকরা। চলে তল্লাশি। অনেকেরই মতে এই ঘটনা মনে করিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথা।
২০২২ সালের ২২ শে জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারিকরা। দীর্ঘ তল্লাশির পর গভীর রাতে গ্রেফতার করা হয় তাঁকে। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ২১ কোটি টাকা। এছাড়াও অর্পিতার বেলঘড়িয়া ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। বর্তমানে তাঁরা দুজনেই রয়েছেন জেলে। আর এরই মাঝে এবার মুম্বই থেকে উদ্ধার হল কোটি টাকা।
আরও পড়ুন : দোলের বাজারে মুরগির মাংস ২৫০ টাকা কেজি, চড়ছে পাঁঠার দামও