Homeখবরদেশজি ২০ ডিনারে কোন বিরোধী মুখ্যমন্ত্রীরা হাজির ছিলেন, আর কারা গরহাজির থাকলেন

জি ২০ ডিনারে কোন বিরোধী মুখ্যমন্ত্রীরা হাজির ছিলেন, আর কারা গরহাজির থাকলেন

প্রকাশিত

খবরঅনলাইন ডেস্ক: জি২০ শীর্ষ সম্মেলনের (G20 Summit) নৈশভোজে উপস্থিত থাকাকে কেন্দ্র করে বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের ঐক্যবদ্ধতা প্রমাণিত হল না। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডাকা ওই ডিনার যেমন বিরোধী দলশাসিত বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী বয়কট করেন তেমনই বিরোধী দলগুলির বহু মুখ্যমন্ত্রী তাতে যোগ দেন।

যে সব বিরোধী মুখ্যমন্ত্রী ওই ডিনারে যোগ দেন তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। আন্তর্জাতিক নেতাদের সঙ্গে এঁদের কথাবার্তা বলতে দেখা যায়।

কংগ্রেসশাসিত রাজ্যগুলির বেশির ভাগ মুখ্যমন্ত্রী ওই ডিনারে গরহাজির ছিলেন। একমাত্র ব্যতিক্রম হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে জড়িয়ে ধরেন।

কংগ্রেসশাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজস্থানের অশোক গেহলট, ছত্তীসগঢ়ের ভূপেশ বাঘেল এবং কর্নাটকের সিদ্দারামাইয়া নিরামিষ ডিনারে হাজির ছিলেন না। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নৈশভোজ বয়কট করেন। আরও যে সব বিরোধী মুখ্যমন্ত্রী ডিনারে গরহাজির ছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য তেলঙ্গানার কে চন্দ্রশেখর রাও এবং ওড়িশার নবীন পট্টনায়ক।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা ডিনার বয়কট করা প্রসঙ্গে বলেন, “যদি অশোক গেহলট, ভূপেশ বাঘেল এবং সিদ্দারামাইয়ার মতো কংগ্রেসি মুখ্যমন্ত্রী এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ডিনার বয়কট করে থাকেন, তা হলে সেটা তাদের সমস্যা। সব বিষয়ে আমরা কংগ্রেসের মতে হ্যাঁ করতে পারি না। ভারতের রাষ্ট্রপতির ডাকা জি২০ ডিনারের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।”

অশোক গেহলট ও ভূপেশ বাঘেল অভিযোগ করেন, দিল্লি বিমানবন্দরে তাঁদের বিমান নামানোর অনুমতি দেওয়া হয়নি। সরকারি আধিকারিকরা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন। কংগ্রেস হাইকমান্ডের তরফে জানানো হয়েছে, ডিনারে থাকা বা না-থাকার ব্যাপারটা তাঁরা মুখ্যমন্ত্রীদের ওপরেই ছেড়ে দিয়েছিলেন। ডিনার বয়কট করার কোনো নির্দেশ হাইকমান্ড দেয়নি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।