Homeখবরদেশজি ২০ ডিনারে কোন বিরোধী মুখ্যমন্ত্রীরা হাজির ছিলেন, আর কারা গরহাজির থাকলেন

জি ২০ ডিনারে কোন বিরোধী মুখ্যমন্ত্রীরা হাজির ছিলেন, আর কারা গরহাজির থাকলেন

প্রকাশিত

খবরঅনলাইন ডেস্ক: জি২০ শীর্ষ সম্মেলনের (G20 Summit) নৈশভোজে উপস্থিত থাকাকে কেন্দ্র করে বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের ঐক্যবদ্ধতা প্রমাণিত হল না। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডাকা ওই ডিনার যেমন বিরোধী দলশাসিত বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী বয়কট করেন তেমনই বিরোধী দলগুলির বহু মুখ্যমন্ত্রী তাতে যোগ দেন।

যে সব বিরোধী মুখ্যমন্ত্রী ওই ডিনারে যোগ দেন তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। আন্তর্জাতিক নেতাদের সঙ্গে এঁদের কথাবার্তা বলতে দেখা যায়।

কংগ্রেসশাসিত রাজ্যগুলির বেশির ভাগ মুখ্যমন্ত্রী ওই ডিনারে গরহাজির ছিলেন। একমাত্র ব্যতিক্রম হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে জড়িয়ে ধরেন।

কংগ্রেসশাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজস্থানের অশোক গেহলট, ছত্তীসগঢ়ের ভূপেশ বাঘেল এবং কর্নাটকের সিদ্দারামাইয়া নিরামিষ ডিনারে হাজির ছিলেন না। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নৈশভোজ বয়কট করেন। আরও যে সব বিরোধী মুখ্যমন্ত্রী ডিনারে গরহাজির ছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য তেলঙ্গানার কে চন্দ্রশেখর রাও এবং ওড়িশার নবীন পট্টনায়ক।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা ডিনার বয়কট করা প্রসঙ্গে বলেন, “যদি অশোক গেহলট, ভূপেশ বাঘেল এবং সিদ্দারামাইয়ার মতো কংগ্রেসি মুখ্যমন্ত্রী এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ডিনার বয়কট করে থাকেন, তা হলে সেটা তাদের সমস্যা। সব বিষয়ে আমরা কংগ্রেসের মতে হ্যাঁ করতে পারি না। ভারতের রাষ্ট্রপতির ডাকা জি২০ ডিনারের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।”

অশোক গেহলট ও ভূপেশ বাঘেল অভিযোগ করেন, দিল্লি বিমানবন্দরে তাঁদের বিমান নামানোর অনুমতি দেওয়া হয়নি। সরকারি আধিকারিকরা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন। কংগ্রেস হাইকমান্ডের তরফে জানানো হয়েছে, ডিনারে থাকা বা না-থাকার ব্যাপারটা তাঁরা মুখ্যমন্ত্রীদের ওপরেই ছেড়ে দিয়েছিলেন। ডিনার বয়কট করার কোনো নির্দেশ হাইকমান্ড দেয়নি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...