সিনিয়র সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি জম্মু ও কাশ্মীরের কলগাম আসনে পঞ্চমবারের মতো ঐতিহাসিক জয় অর্জন করেছেন। তিনি জামাত-এ-ইসলামি সমর্থিত প্রার্থী সায়ার রেশিকে ৭ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন। কাশ্মীর নিউজ অবজারভারের (KNO) প্রতিবেদন অনুযায়ী, তারিগামি ৩৩,৩৯০ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে রেশি ২৫,৬৩৯ ভোট পেয়েছেন।
মোহাম্মদ ইউসুফ তারিগামি ১৯৯৬ সাল থেকে কলগাম আসনের প্রতিনিধিত্ব করে আসছেন এবং এর আগে ২০০২, ২০০৮, ২০১৪ সালের নির্বাচনে জয় লাভ করেছেন। নির্বাচনে মোট দশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে তারিগামির ধারাবাহিক জনপ্রিয়তা এবং শক্তিশালী রাজনৈতিক ভিত্তির কারণে তিনি আবারও বিজয়ী হন।
‘সত্যের জয় হয়েছে,’ হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতে বললেন বিনেশ ফোগাট
তারিগামির এই জয় কাশ্মীরের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি দীর্ঘকাল ধরে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সমর্থন অর্জন করে আসছেন।