Homeখবরদেশকংগ্রেস সাংসদের বাড়ি-অফিস থেকে উদ্ধার টাকার পরিমাণ বেড়ে ৩৫১ কোটি!

কংগ্রেস সাংসদের বাড়ি-অফিস থেকে উদ্ধার টাকার পরিমাণ বেড়ে ৩৫১ কোটি!

প্রকাশিত

নয়াদিল্লি: কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়ি এবং অফিস মিলিয়ে উদ্ধার হওয়া টাকার পরিমাণ সাড়ে ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে। ওড়িশা এবং ঝাড়খণ্ডে সাংসদের সঙ্গে সম্পর্কিত এই জায়গাগুলিতে গত বুধবার তল্লাশি অভিযান শুরু করেছিল আয়কর বিভাগ।

বুধবার থেকে শুরু হয়েছিল তল্লাশি অভিযান। চার দিনেরও বেশি সময় ধরে চলা এই ম্যারাথন অপারেশন উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ। যা ভারতের সর্বাধিক কালো টাকা উদ্ধারের ঘটনা বলেই মনে করা হচ্ছে।

রবিবার রাত পর্যন্ত চলেছে টাকা গোনা পর্ব। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ধীরজ সাহুর ওডিশা এবং ঝাড়খণ্ডের বাড়ি এবং তাঁর সংস্থার অফিস থেকে উদ্ধার হওয়া মোট টাকার পরিমাণ ৩৫১ কোটি।

শনিবার রাঁচিতে ধীরজ সাহুর বাড়ি-সহ ঝাড়খণ্ড ও ওড়িশার একাধিক জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। কংগ্রেস সাংসদের বাড়ি থেকে তিন ব্যাগ ভর্তি টাকা উদ্ধার করা হয়। এ ছাড়াও মদ কারখানার এক শীর্ষ কর্তা বান্টি সাহুর বাড়ি থেকে টাকাভর্তি প্রায় ১৯টি ব্যাগ উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে খবর। আয়কর সূত্রে জানা গিয়েছে, বান্টির বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে।

সব মিলিয়ে আয়কর আধিকারিকরা ১৭৬টি ব্যাগ উদ্ধার করেছেন। যার মধ্যে বেশির ভাগই বৌধ জেলার ওই মদ কারখানা থেকে উদ্ধার হয়েছে। আয়কর দফতর সূত্রে খবর, ধীরজের পরিবারের বেশ কিছু সদস্য মদ উত্পাদন ব্যবসার সঙ্গে জড়িত। ওড়়িশায় তাঁর পরিবারে সদস্যদের এই ধরনের বেশ কয়েকটি কারখানা রয়েছে বলেও জানা গিয়েছে আয়কর দফতর সূত্রে।

এ দিকে, সাংসদের বাড়ি ও অফিস থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় মুখ খুলেছে কংগ্রেসও। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের বক্তব্য, ‘ধীরজ সাহুর ব্যবসার সঙ্গে কংগ্রেস কোনও ভাবে জড়িত নয়। এই বিপুল পরিমাণ বাজেয়াপ্ত অর্থ নিয়ে একমাত্র তিনিই বলতে পারবেন। তাঁর সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গা থেকেই আয়কর দফতর এই টাকা উদ্ধার করেছে।’

উদ্ধার হওয়া এই বিপূল পরিমাণে নগদ নিয়ে কংগ্রেসকে সরাসরি নিশানা করছে ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি পোস্ট করে কংগ্রেসের সমালোচনা করেন। তিনি লেখেন, ‘দেশের নাগরিকদের এই নোটের পাহাড়ের দিকে নজর দেওয়া উচিত, তারপরে তাদের (কংগ্রেস) সৎ নেতাদের বক্তৃতা শোনা উচিত এবং জনগণের কাছ থেকে লুট করা প্রতিটি টাকার হিসাব দিতে হবে। এটিই মোদির গ্যারান্টি।’

আরও পড়ুন: ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীপদে নতুন মুখ, কুর্সিতে বসছেন আদিবাসী নেতা বিষ্ণু দেও সাই

সাম্প্রতিকতম

মেডিক্যাল কলেজগুলির বৈঠক পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা

রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল ও ডিরেক্টরদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে...

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরি

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জুট কর্পোরেশন...

১ অক্টোবর থেকে বদলাচ্ছে পিপিএফের নিয়ম

আগামী ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়ম। কেন্দ্রীয়...

আত্মঘাতী মালাইকা অরোরার বাবা, তদন্তে পুলিশ

মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে বুধবার আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল মালাইকা...

আরও পড়ুন

১ অক্টোবর থেকে বদলাচ্ছে পিপিএফের নিয়ম

আগামী ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়ম। কেন্দ্রীয়...

মণিপুরে শান্তির দাবিতে ছাত্র বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট পরিষেবা 

মণিপুরে চলমান অস্থিরতার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে পাঁচটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ এবং ইন্টারনেট বন্ধ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার অতিরিক্ত সিআরপিএফ বাহিনী মোতায়েন করেছে। পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যপাল।

হরিয়ানায় জন্য বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ, জুলানায় ফোগাটের বিরুদ্ধে প্রার্থী ক্যাপ্টেন যোগেশ বৈরাগী

হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি তাদের দ্বিতীয় তালিকায় ২১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। জুলানায় ক্যাপ্টেন যোগেশ বয়রাগী এবং রেসলার ভিনেশ ফোগাটের লড়াই নির্বাচনের অন্যতম আকর্ষণ।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?