নয়া দিল্লি : বর্তমানে রেস্টুরেন্টে গিয়ে খাবার না খেয়ে অনলাইনের মাধ্যমে বাড়িতে খাবার আনিয়ে নিচ্ছেন বহু মানুষ। এমনকি যারা পড়াশুনার সূত্রে কিংবা চাকরির সূত্রে বাইরে থাকেন তারাও বাড়িতে রান্না না করে খুব সহজেই অর্ডার করে আনিয়ে নিচ্ছেন একেবারে গরম গরম খাবার। আর সাধারণ মানুষকে এই সুবিধা দিয়ে চলেছে জ্যোমাট সুইগির মত বিভিন্ন অনলাইন ফুড ডেলিভারি অ্যাপগুলি।
ভারতীয়, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে নানান রকম খাবার পাওয়া যায় এই অনলাইন অ্যাপে। তবে এবার আরও নয়া চমক নিয়ে আসছে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ সংস্থা জ্যোমাট। এবার আর নানান রকমের খাবার খেয়ে করতে হবে না শরীর খারাপ। অর্ডার করলেই পাওয়া যাবে একেবারে বাড়ির মত খাবার।
মাত্র ৮৯ টাকা খরচ করলেই মিলবে ‘মায়ের হাতের রান্না’ খাবার। অনলাইন সংস্থার তরফে ঘোষণা করা হয়, এবার আর রেস্তোরাঁ শেফ দিয়ে নয় বরং বাড়ির শেফদেরকে দিয়েই তৈরি করা হবে বিশেষ খাবার। মাত্র কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে পৌঁছে যাবে এই খাবার।
জানা যাচ্ছে, এই খাবার অর্ডার করার জন্য ‘এভরিডে’ ট্যাবটি খুলতে হবে। এরপর খুব সহজেই অর্ডার করা যাবে নিজের পছন্দমত খাবার। অনশন মিলবে খাবার কাস্টমাইজ করার। অর্থাৎ নুন ঝাল আপনার খাবারে কেমন হবে সেই যাবতীয় নির্দেশ নিজেই বেছে নিতে পারবেন।
আরও পড়ুন : কড়া নজরদারিতে মাধ্যমিক, কেমন কাটল প্রথম দিন