Homeখবরদেশএ বার সরকারি বাসে শিলিগুড়ি থেকে ঢাকা, নয়া ভাবনা এনবিএসটিসি-র

এ বার সরকারি বাসে শিলিগুড়ি থেকে ঢাকা, নয়া ভাবনা এনবিএসটিসি-র

প্রকাশিত

কলকাতা: এ বার সরকারি বাসের মাধ্যমেও শিলিগুড়ি ও ঢাকার মধ্যে যোগসূত্র তৈরি হতে পারে। ভারত-বাংলাদেশের ফুলবাড়ি সীমান্ত হয়ে শিলিগুড়ি থেকে সরাসরি ঢাকা পর্যন্ত যাত্রীবাহী বাস পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)।

সোমবার এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতীম রায় সাংবাদিকদের কাছে জানান, শিলিগুড়ি ও ঢাকার মধ্যে পিপিপি মডেলে শুরু হতে পারে এই নয়া উদ্যোগ। এ ক্ষেত্রে একটি বেসরকারি পরিবহণ সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই নয়া উদ্যোগ নেওয়া হবে।

সূত্রের খবর, শিলিগুড়ি থেকে কাঠমান্ডু রুটের বাসটি যে এজেন্সিকে দিয়ে চলছে, তাদের সঙ্গেই এ ব্যাপারে আলোচনা চলছে। শিলিগুড়িতে নিগমের বার্ষিক সাধারণ সভায় সংস্থার ম্যানেজিং ডিরেক্টর, ডিভিশনাল ম্যানেজার এবং সংস্থার অন্য আধিকারিকদের নিয়ে আলোচনার পরে চেয়ারম্যান বলেন, ‘‘ফুলবাড়ি দিয়ে শিলিগুড়ি-ঢাকা বাস এ বছরের প্রথম দিকেই চালুর ব্যবস্থা হচ্ছে। সরকারের অনুমতি পেলে, এজেন্সির মাধ্যমে চালানো হবে।’’

উত্তরবঙ্গের একাধিক জেলা বাংলাদেশ সীমান্ত লাগোয়া। বাংলাদেশ থেকে ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রত্যেক দিন অনেক মানুষ নানা প্রয়োজনে শিলিগুড়িতে আসেন। চ্যাংড়াবান্ধা হয়ে ঢাকা-শিলিগুড়ি রুটে বেসরকারি সংস্থার একটি বাস চলে। তবে প্রতিবেশী দেশে চলাচলের জন্য জটিলতাও রয়েছে। এ বার উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ যাত্রাকে আরও সুগম করতে উদ্যোগী হচ্ছে এনবিএসটিসি।

নিগম সূত্রে খবর, ফুলবাড়ি দিয়ে নিগমের বাস চললে প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার দূরত্ব কমে যাবে। তাতে ভাড়াও কিছুটা কমতে পারে। দু’দেশের প্রচুর মানুষ এতে আগ্রহী হবেন বলে আশাবাদী নিগম চেয়ারম্যান।

প্রসঙ্গত, এর আগে ভারত-নেপাল সড়কপথে বাস চালু হয়েছে। মাত্র তিন বছরে সেই বাস পরিষেবা সাফল্য পেয়েছে। নিগমের দাবি, শিলিগুড়ি-নেপাল রুটে যাত্রী চাহিদা তুঙ্গে থাকায় বাড়তে পারে বাসের সংখ্যা।

আরও পড়ুন: বিনিয়োগে সাড়া নেই, ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমির দাম কমাচ্ছে রাজ্য

সাম্প্রতিকতম

বিয়েতে পাওয়া ‘স্ত্রীধনে’ অধিকার নেই স্বামীর, নিলেও ফেরাতে হবে, জানাল সুপ্রিম কোর্ট

মামলায় স্বামী আদালতে জানান, আগে থেকে তাঁর পরিবার বিপুল দেনায় ডুবে ছিল। সেই দেনা শোধ করতে সব অর্থ খরচ করতে হয়েছে।

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ভোট ৮৯ আসনে, রাজ্যের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে

খবর অনলাইন ডেস্ক: আজ শুক্রবার ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ করা হচ্ছে।...

প্রথম বাংলাদেশী মহিলা হিসাবে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেলেন অভিনেত্রী বাঁধন

র আগে বাংলাদেশের কোনও মহিলা এই অধিকার পাননি, মানে পূর্ণ অভিভাবকের স্বীকৃতি পাননি। সেই স্বীকৃতিই পেলেন বাঁধন। অভিনেত্রীর মুখে এখন চওড়া হাসি।

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

আরও পড়ুন

বিয়েতে পাওয়া ‘স্ত্রীধনে’ অধিকার নেই স্বামীর, নিলেও ফেরাতে হবে, জানাল সুপ্রিম কোর্ট

মামলায় স্বামী আদালতে জানান, আগে থেকে তাঁর পরিবার বিপুল দেনায় ডুবে ছিল। সেই দেনা শোধ করতে সব অর্থ খরচ করতে হয়েছে।

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ভোট ৮৯ আসনে, রাজ্যের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে

খবর অনলাইন ডেস্ক: আজ শুক্রবার ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ করা হচ্ছে।...

প্রথম বাংলাদেশী মহিলা হিসাবে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেলেন অভিনেত্রী বাঁধন

র আগে বাংলাদেশের কোনও মহিলা এই অধিকার পাননি, মানে পূর্ণ অভিভাবকের স্বীকৃতি পাননি। সেই স্বীকৃতিই পেলেন বাঁধন। অভিনেত্রীর মুখে এখন চওড়া হাসি।