কলকাতা : চীন সীমান্তে আরও গুরুত্ব দিতে চাইছে ভারতীয় সেনা। আর সে কারণেই বাড়ছে নজরদারি। এই পরিস্থিতিতে এবার তৈরি হল মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিজাইল রেজিমেন্ট। জানা যাচ্ছে, এই প্রথমবার ভারতীয় সেনায় এ ধরনের রেজিমেন্ট তৈরি করা হল। ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের অধীনে তৈরি করা হয়েছে এই রেজিমেন্ট।
পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের মাধ্যমে পরিচালনা করা হবে এই রেজিমেন্ট। তবে কেবলমাত্র এই রেজিমেন্টই নয় সঙ্গে থাকবে মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিজাইল। জানা যাচ্ছে, এই মিজাইল একেবারেই দেশি প্রযুক্তিতে তৈরি হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রের পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিজাইল। নতুন রেজিমেন্ট গঠন হওয়ার পর উত্তর-পূর্ব ভারতে সেনা শক্তি আরও বাড়বে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। এছাড়াও আকাশ পথেও দেশের প্রতিরক্ষা আরও নিশ্চিদ্র করা যাবে।
সুত্র মারফত জানা যাচ্ছে, মূলত ভারত চীন সীমান্তবর্তী এলাকাতেই পরিচালনা করা হবে এই রেজিমেন্ট। দিনের পর দিন ভারত চীনের কূটনৈতিক সম্পর্ক যেদিকে এগোচ্ছে তা মোটেই ভালো চোখে নিচ্ছে না কেউ। এই পরিস্থিতিতে ভারতীয় সেনার এই নতুন রেজিমেন্ট তৈরি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: সুদের হার বাড়াতে পারে আরবিআই, আরও একবার বাড়তে পারে আপনার ইএমআই