Homeখবরদেশ‘সুপ্রিম কোর্টই যদি আইন করে, সংসদ বন্ধ করে দিন’, শীর্ষ আদালতকে তীব্র...

‘সুপ্রিম কোর্টই যদি আইন করে, সংসদ বন্ধ করে দিন’, শীর্ষ আদালতকে তীব্র আক্রমণ নিশিকান্ত দুবের

প্রকাশিত

সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলা অবস্থায় এবার প্রকাশ্যে বিচারপতিদের ভূমিকার সমালোচনা করলেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর বক্তব্য, দেশের শীর্ষ আদালত ‘নিজের সীমা অতিক্রম’ করছে। তাঁর কটাক্ষ, “সুপ্রিম কোর্টই যদি আইন তৈরি করে, তবে সংসদ ভবন বন্ধ করে দেওয়া উচিত।”

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও সাংবিধানিক মহলে বিতর্ক শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে বর্তমানে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে। সেই প্রেক্ষিতেই সংবাদ সংস্থা এএনআই-এর প্রশ্নের উত্তরে নিশিকান্ত বলেন, সংসদের কাজ আইন তৈরি করা আর সুপ্রিম কোর্টের কাজ সেই আইনের ব্যাখ্যা করা। কিন্তু এখন আদালত আইন তৈরি করছে বলেই অভিযোগ তাঁর।

এছাড়াও তিনি সমকামিতাকে অপরাধের তালিকা থেকে বাদ দেওয়ার ২০১৮ সালের ঐতিহাসিক রায় নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর মতে, “সংবিধানের ৩৭৭ অনুচ্ছেদ অনুসারে সমকামিতা একটি বড় অপরাধ ছিল। সুপ্রিম কোর্ট হঠাৎ এক দিন বলে দিল, এই অনুচ্ছেদটি আমরা মুছে দিচ্ছি।”

কিছু দিন আগে তামিলনাড়ুর বেশ কয়েকটি বিল আটকে থাকার বিষয়ে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা বেঁধে দেওয়ায় কেন্দ্রীয় সরকারও অস্বস্তিতে পড়েছে। সেই প্রসঙ্গ টেনেই নিশিকান্ত বলেন, “তিন মাসের মধ্যে রাষ্ট্রপতি বা রাজ্যপালকে কী করতে হবে, তা বলে দিচ্ছে সুপ্রিম কোর্ট। তাহলে সাংবিধানিক কাঠামোর মানে কোথায়?”

তিনি স্পষ্ট জানান, সুপ্রিম কোর্ট আইন তৈরি করতে পারে না, সেটি একান্তই সংসদের কাজ। তার ব্যাখ্যা করবে আদালত। তবে সেই ব্যাখ্যা করতেও ব্যর্থ হলে সংসদ বা বিধানসভার অস্তিত্বই বৃথা— এমনটাই তাঁর মত।

এদিকে, সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলায় গত বুধবার অন্তর্বর্তী নির্দেশ দিতে চেয়েও শেষমেশ তা দেয়নি শীর্ষ আদালত। কেন্দ্রের অনুরোধে সেই সিদ্ধান্ত স্থগিত হয়। বৃহস্পতিবার মামলাটি ফের ওঠে এবং কেন্দ্র জানায়, আপাতত ১৯৯৫ সালের আইন অনুযায়ী ওয়াকফ সম্পত্তিতে কোনও বদল হবে না এবং নতুন নিয়োগও করা হবে না।

কংগ্রেস সাংসদ মানিকম টাগোর নিশিকান্ত দুবের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, “এটি দেশের সুপ্রিম কোর্টের বিরুদ্ধে একটি মানহানিকর মন্তব্য। নিশিকান্ত দুবে এমন একজন ব্যক্তি, যিনি ধারাবাহিক ভাবে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্বল করার চেষ্টা করে চলেছেন। এখন তিনি সরাসরি সুপ্রিম কোর্টের উপর আক্রমণ চালাচ্ছেন। আমি আশা করি, সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই মন্তব্যটি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন, কারণ এটি তিনি সংসদের ভিতরে নয়, বাইরে দাঁড়িয়ে বলেছেন। সুপ্রিম কোর্টের উপর এই ধরনের আক্রমণ গ্রহণযোগ্য নয়।”

ওয়াকফ বাই ইউজার কী? জানুন বিস্তারিত

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

বিশ্বকাপে ছক্কার রেকর্ডে রিচা ঘোষ, ডটিন–লিজেল লিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন বাঙালি ব্যাটার

ফাইনাল ম্যাচে ছোট ইনিংস হলেও রিচা ঘোষ যা করে দেখালেন, তা ভারতের ক্রিকেট ইতিহাসে...

ব্যাটে-বলে উজ্জ্বল শেফালি-দীপ্তি, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

ভারত: ২৯৮-৭ (শেফালি বর্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মন্ধানা ৪৫, আয়াবোঙ্গা খাকা ৩-৫৮) দক্ষিণ...

অর্শদীপের বল আর ওয়াশিংটনের ব্যাটের জোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে সমতা ফেরালেন সূর্যেরা

অস্ট্রেলিয়া: ১৮৬-৬ (টিম ডেভিড ৭৪, মার্কাস স্টয়নিস ৬৪, অর্শদীপ সিংহ ৩-৩৫, বরুণ চক্রবর্তী ২-৩৩) ভারত:...

আরও পড়ুন

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...