Homeখবরদেশএবার নিম্নবিত্তরাও চড়তে পারবেন বিমানে, নয়া উদ্যোগ প্রধানমন্ত্রীর

এবার নিম্নবিত্তরাও চড়তে পারবেন বিমানে, নয়া উদ্যোগ প্রধানমন্ত্রীর

প্রকাশিত

নয়া দিল্লি : কর্ণাটক পেল আরও এক নতুন বিমানবন্দর। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা ব্যয়ে এই বিমানবন্দর তৈরি করা হয়েছে বলেই জানা যাচ্ছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা-সহ একাধিক নেতা-মন্ত্রী।

বিমানবন্দর উদ্বোধনের পর জনসভায় ভাষণ রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সমাজের সব স্তরের মানুষ অর্থাৎ যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তারাও বিমানবন্দরে যাতায়াত করতে পারবেন ভবিষ্যতে। আর সে কারণেই দেশে বাড়ছে বিমানের সংখ্যা। আগামীতে আরও বিমানের সংখ্যা বাড়ানো হবে। সেই সময় খুব বেশি দূরে নেই যখন ভারতেও তৈরি হবে বিমান। আর বেশি বিমানে যাতায়াত করতে পারবেন সব স্তরের মানুষেরাই’।

এরপরেই কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিক্ষুব্ধ বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার মন জিতে নেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন ইয়েদুরাপ্পাজী। আজ তাঁর জন্মদিন। আমি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি’।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এদিনের এই সফা থেকে বিক্ষুব্ধ ইয়েদুরাপ্পার মন পেতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন : বিপাকে বিদ্যুৎ! ১ লক্ষ টাকার জরিমানা দিতেই হবে বিশ্বভারতীর উপাচার্যকে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।

দিল্লির বাতাস মানে সাতটি সিগারেট প্রতিদিন! সাবেক এমস অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়ার সতর্কবার্তা

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, AQI) আবার ‘অতিমাত্রায় বিপজ্জনক’...