Homeখবরদেশবুক লক্ষ্য করে গুলি, হাসপাতালে মারা গেলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী

বুক লক্ষ্য করে গুলি, হাসপাতালে মারা গেলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত

ভুবনেশ্বর: রবিবার পুলিশকর্মীর হাতে গুলিবিদ্ধ হন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। তাঁর বুকে গুলি লেগেছিল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকাকালীন মারা গেলেন মন্ত্রী।

এ দিন দুপুরে ঘটনাটি ঘটে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে। পুলিশের তরফে জানানো হয়, গুলি চালিয়েছেন এক অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর। চার থেকে পাঁচটি গুলি লেগেছিল মন্ত্রী নবকিশোর দাসের বুকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ওড়িশার শাসক দল বিজিডির একটি নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনে গিয়েছিলেন রাজ্য়ের স্বাস্থ্যমন্ত্রী। দুপুর সাড়ে ১২টা নাগাদ ঝাড়সুগুদা জেলার বজরঙ্গ নগরে ওই দলীয় কার্যালয়ের সামনে পৌঁছন তিনি। গাড়ি থেকে নেমে দলীয় কার্যালয়ের দিকে এগোতেই হঠাৎ তাঁর উপরে হামলা চলে।

মন্ত্রীকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে দ্রুত ঝাড়সুগুদা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। মন্ত্রীর অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছিল। সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে বলেছেন, ক্ষতগুলির চিকিৎসা করা হয়েছিল। হৃদযন্ত্র সচল রাখারও ব্যবস্থা নেওয়া হয়েছিল। আইসিইউ-তে রেখে যাবতীয় চিকিৎসা চলছিল মন্ত্রীর। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।

এই ঘটনার পর রাজনৈতিক চাপানউতোর শুরু ওড়িশায়। প্রতিবাদে বিজেডি কর্মীরা ধর্নায় বসেন, এর পরই ঘটনাস্থলে উত্তেজনা বেড়ে যায়। একাংশের অভিযোগ, মন্ত্রীর ওপর এই হামলা পূর্ব পরিকল্পিত ছিল। কারণ মন্ত্রীকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। কী কারণে স্বাস্থ্যমন্ত্রীর উপর এই হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার।

আরও পড়ুন: বিভেদ তৈরির চেষ্টা, বিবিসি-র বিতর্কিত তথ্যচিত্র নিয়ে সতর্কতা প্রধানমন্ত্রী মোদীর

সাম্প্রতিকতম

কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রায় দু’ঘণ্টার বৈঠক, ৫ দফা দাবি পেশ

কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রায় দু’ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। পাঁচ দফা দাবি পেশ করা হয়েছে এবং বৈঠকের বিবরণ স্টেনোগ্রাফারদের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়।

বাংলাদেশের জন্য মার্কিন সাহায্যের প্রভাব: পাকিস্তানের মতো পরিস্থিতি কি আসছে?

রবিবার ( ১৫ সেপ্টেম্বর ২০২৪) বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। এই সাহায্য...

ভোডাফোন, এয়ারটেল নাকি জিও, কার ২৮ দিনের ইন্টারনেট প্যাক সবচেয়ে সাশ্রয়ী

ভারতে মোবাইল ইন্টারনেট পরিষেবার জন্য ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল, এবং জিওর প্যাকেজগুলির তুলনা। দাম, স্পিড, নেটওয়ার্ক কভারেজ ও অতিরিক্ত সুবিধার ভিত্তিতে কোন অপারেটর সেরা?

কুরস্ক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে চাপ বাড়ানোর চেষ্টা রাশিয়ার, কে কতটা এগিয়ে

গত আগস্ট মাসে রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি অংশ দখল করে ইউক্রেনীয় সেনা। প্রতিকূল অবস্থায়...

আরও পড়ুন

মুম্বইয়ে খুন মালদহের পরিযায়ী শ্রমিক, গ্রেপ্তার সহকর্মী

মহারাষ্ট্রের মুম্বইয়ে সহকর্মীর হাতে খুন হলেন মালদহের পরিযায়ী শ্রমিক আবদুর রহমান। ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।

‘জনগণের রায়ে হবে অগ্নিপরীক্ষা,’ দুদিন কাজ চালিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দলীয় বৈঠকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। নির্বাচনের আগে নতুন মুখ্যমন্ত্রীর নিয়োগের প্রস্তুতি চলছে। কেজরিওয়াল বলেন, “মানুষের রায়ই আসল ন্যায়বিচার।”

ক্ষমতায় এলে বিহারে মদে নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার, প্রতিশ্রুতি প্রশান্ত কিশোরের

জন সুরাজ প্রধান প্রশান্ত কিশোর ঘোষণা করলেন, ক্ষমতায় এলে বিহারে মদ নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করবেন। তিনি তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা ও নেতৃত্ব নিয়েও কটাক্ষ করেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?