Home খবর দেশ বিরল প্রজাতির পাখির দেখা মিলল লাদাখের চাংথাং অভয়ারণ্যে

বিরল প্রজাতির পাখির দেখা মিলল লাদাখের চাংথাং অভয়ারণ্যে

0

দীর্ঘসময় দেখা যায়নি তাদের। দেবীপক্ষেই একেবারে একসঙ্গে একজোড়ার দর্শন মিলল। লাদাখে সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ৪ হাজার মিটার উঁচুতে বিরল প্রজাতির ব্ল্যাক নেক্‌ড‌ ক্রেন বা এক প্রজাতির বকের দেখা মিলেছে। একসঙ্গে একজোড়া বিরল প্রজাতির পাখির দর্শন মিলল। হিমালয়ে এই প্রজাতির পরিযায়ী পাখি আসে শীতের সময়। তারা এখানে বসবাস করে। এনডিটিভির সাংবাদিক পল্লব বাগলা এই পাখির দেখা পেয়েছেন। আকাশের তারা ও নক্ষত্রপুঞ্জ দেখতে লাদাখে গিয়েছিলেন ওই সাংবাদিক।

১৯৭২ সালের বন্যপ্রাণী আইন অনুযায়ী এই প্রজাতির পরিযায়ী পাখিকে বিরল ও সুরক্ষিত রাখতে হবে বলে ঘোষণা করা হয়েছে। ব্ল্যাক নেক্‌ড ক্রেন (Black-Necked Crane) হল লাদাখের রাজ্যপাখি। লাদাখের চাংথাং অঞ্চলে দেখা গেছে এই জোড়া পাখিকে। স্থানীয় বাসিন্দা বৌদ্ধরা এই বিরল প্রজাতির পাখিকে পুজো করে থাকেন। পুরোনো বৌদ্ধবিহারে এই পাখির খোদাই করা চিত্র দেখা যায়।

পক্ষীবিদরা জানান, সাধারণত বিরল প্রজাতির ব্ল্যাক নেক্‌ড ক্রেন এক বছর ধরে মিলিত হয়। বছরে ডিম ফুটে দু-একটি শাবক হয়। উচ্চতা হয় ১৩৫ সেন্টিমিটার পর্যন্ত। ডানা হতে পারে ৬২-৬৪ মিটার পর্যন্ত। গায়ের রঙ হয় ধূসর। গলায় কালো রঙের দাগ আছে। চোখের ওপরে লাল রঙের দাগ আছে। লাদাখের সিন্ধুনদের ধারে দেখা মেলে এই পাখির। লাদাখের পাশাপাশি সিকিম, অরুণাচল প্রদেশ, ভুটান, চিন ও নেপালেও দেখা যায় এই বিশেষ পাখিটিকে।

২০১৬-১৭ সালে দেরাদুনের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সমীক্ষায় লাদাখে এমন বিরল প্রজাতির ৬৬ থেকে ৬৯টি পাখি দেখা গিয়েছিল। অরুণাচল প্রদেশে দেখা গিয়েছিল ১১টি পাখি। লাদাখের চাংথাং অভয়ারণ্যে দেখা মিলেছে বিরল প্রজাতির ব্ল্যাক নেক্‌ড ক্রেনের। সেখানেই রয়েছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version