Homeখবরদেশনিয়ন্ত্রণরেখায় নাগরিকদের উপর গোলাবর্ষণ করছে পাক সেনা, হত এক জওয়ান, পাল্টা জবাব...

নিয়ন্ত্রণরেখায় নাগরিকদের উপর গোলাবর্ষণ করছে পাক সেনা, হত এক জওয়ান, পাল্টা জবাব দিচ্ছে ভারতও

প্রকাশিত

জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ‘অপারেশন সিঁন্দুর’-এর পর পাকিস্তানি সেনার পাল্টা গোলাবর্ষণে শহিদ হলেন এক ভারতীয় সেনা জওয়ান। একইসঙ্গে সীমান্তঘেঁষা চার জেলার গ্রামে পাক গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন ১২ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে রয়েছেন তিন জন মহিলা ও তিন জন শিশু। আহতের সংখ্যা অন্তত ৫১।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, শহিদ জওয়ান হলেন ৫ ফিল্ড রেজিমেন্টের ল্যান্স নায়েক দিনেশ কুমার। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, “পুঞ্চ সেক্টরে সাধারণ মানুষের উপর আক্রমণের ঘটনায় আমরা গভীর শোকপ্রকাশ করছি।”

বুধবার সকালে জম্মু ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে ‘অপারেশন সিন্দুর’ চালায় ভারতীয় সেনা, ২২ এপ্রিল পাহেলগাঁওয়ের বেইসারান এলাকায় পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলার পাল্টা জবাব হিসেবে। ওই হামলায় ২৬ জন নিহত ও ১৭ জন আহত হন। পুলিশ জানায়, জঙ্গিরা ধর্ম যাচাই করে নির্দিষ্টভাবে হিন্দু পর্যটকদের টার্গেট করেছিল।

‘অপারেশন সিঁন্দুর’-এর পরে রাজৌরি, পুঞ্চ, কুপওয়াড়া এবং বারামুল্লা জেলাগুলিতে পাকিস্তানের তরফে ব্যাপক গোলাবর্ষণ শুরু হয়। দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনার পাল্টা হামলায় অন্তত ২৬ জন পাকিস্তানি নিহত হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

অবস্থা সামাল দিতে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বুধবার জরুরি বৈঠক করেন সীমান্ত জেলার ডেপুটি কমিশনারদের সঙ্গে। প্রতিটি সীমান্ত জেলার জন্য ৫ কোটি টাকা এবং অন্য জেলাগুলির জন্য ২ কোটি টাকা বরাদ্দ করেন তিনি, যাতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের হাতে পর্যাপ্ত সংস্থান থাকে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, “অপারেশন সিঁন্দুর ছিল নির্দিষ্ট, পরিমিত এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে পরিচালিত একটি পদক্ষেপ। লক্ষ্য ছিল শুধুমাত্র যারা আমাদের নিরীহ নাগরিকদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”

অন্যদিকে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি সেনাবাহিনীকে ‘অপারেশন সিঁন্দুর’-এর উপযুক্ত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। দু’দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কূটনৈতিক মহল। ভারতীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে পাকিস্তানের সম্ভাব্য আগ্রাসনের জবাব দিতে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...