Homeখবরদেশ'সত্য খুঁজতে' মণিপুরে বিরোধী জোটের ২১ প্রতিনিধি, পাল্টা বিজেপি-র

‘সত্য খুঁজতে’ মণিপুরে বিরোধী জোটের ২১ প্রতিনিধি, পাল্টা বিজেপি-র

প্রকাশিত

শনিবার মণিপুরে বিরোধী জোটের ১৬টি দলের ২১ জন সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল। দীর্ঘদিন ধরে হিংস কবলিত রাজ্যের পরিস্থিতি মূল্যায়নে বিরোধীদের এই মণিপুর সফর।

কেন মণিপুর সফর

কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, “১৬ টি দলের নেতারা ‘ক্ষতিগ্রস্ত’ এলাকা পরিদর্শন করবেন। দুটি ত্রাণ শিবিরও পরিদর্শন করবেন তাঁরা। কুকি-মেইতেই, উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করে কথা বলবেন। পরিস্থিতির মূল্যায়ন করবেন”।

শনি ও রবিবার দুই দিনের মণিপুর সফরে বিরোধী জোটের প্রতিনিধিরা। প্রতিনিধি দল একাধিক এলাকা ঘুরে দেখে পরিস্থিতির পর্যালোচনা করবে এবং তারপর সমাধানের জন্য সরকার ও সংসদে সুপারিশ জানাবেন।

প্রতিনিধি দলের সদস্য কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেছেন, ” আমরা মণিপুরে যাচ্ছি সত্য খুঁজে বের করতে এবং সেই সত্য সংসদের সামনে তুলে ধরব”। তৃণমূলের সুস্মিতা দেব বলেন, “সরকার ব্যর্থ হয়েছে, তাই আমরা সেখানে গিয়ে দেখতে চাই কী সমাধান পাওয়া যায়।” আরজেডির মনোজ ঝা-র কথায়, “মণিপুরের কথা শোনা দরকার। আমরা মণিপুরের মানুষের কথা শোনার এবং তাঁদের পরিস্থিতি বোঝার চেষ্টা করছি।”

কারা রয়েছেন প্রতিনিধি দলে

প্রতিনিধি দলে রয়েছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, ফুলোদেবী নেতাম, কে সুরেশ, তৃণমূলের সুস্মিতা দেব, আপ থেকে সুশীল গুপ্ত, শিবসেনা (ইউবিটি) থেকে অরবিন্দ সাওয়ন্ত, ডিএমকে থেকে কানিমোঝি করুণানিধি, জেডি (ইউ) নেতা রাজীব রঞ্জন সিং এবং অনিল প্রসাদ হেগড়ে, সন্তোষ কুমার (সিপিআই), এএ রহিম (সিপিআইএম), মনোজ কুমার ঝা (আরজেডি), জাভেদ আলি খান (সমাজবাদী পার্টি), মহুয়া মাজি (জেএমএম), পিপি মহম্মদ ফয়জল (এনসিপি), ইটি মহম্মদ বশীর (আইইউএমএল), এনকে প্রেমচন্দ্রন (আরএসপি), ডি রবিকুমার (ভিসিকে), থিরু থোল থিরুমাবলাভান (ভিসিকে) ) এবং জয়ন্ত সিং (আরএলডি)।

কী বলছে বিজেপি?

বিরোধীদের এই কর্মসূচির তীব্র নিন্দা জানিয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি। রাজস্থান ও পশ্চিমবঙ্গে মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগ নিয়ে ফের সরব তারা। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “এটা শুধুমাত্র অপটিক্স। যখন এই ইন্ডিয়া (I.N.D.I.A.) মণিপুর থেকে ফিরে আসবে, তখন আমি অধীররঞ্জন চৌধুরীকে জিজ্ঞাসা করতে চাই যে তিনি নিজের রাজ্যে (পশ্চিমবঙ্গে) মহিলাদের বিরুদ্ধে অপরাধ সমর্থন করেন কি না”।

আরও পড়ুন: মণিপুর হিংসার ঘটনায় ৬টি এফআইআর সিবিআই-এর, গ্রেফতার অন্তত ১০

সাম্প্রতিকতম

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: অশ্বিন ১০২, জাদেজা ৮৬, অপরাজিত থেকে বড়ো স্কোরের স্বপ্ন দেখাচ্ছেন দুই ব্যাটার   

ভারত: ৩৩৯-৬ (রবিচন্দ্রন অশ্বিন ১০২ নট আউট, রবীন্দ্র জাদেজা ৮৬ নট আউট, হাসান মাহমুদ...

আরও পড়ুন

মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ২,১০০ টাকা! হরিয়ানা ভোটে বড় প্রতিশ্রুতি বিজেপির

নয়াদিল্লি: আগামী ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে নিজের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বিজেপি৷...

চটি পরে ইমার্জেন্সিতে! বাইরে খুলে আসতে বলায় হাসপাতালের চিকিৎসকের উপর হামলা, দেখুন ভিডিয়োয়

গুজরাতের ভাবনগরের সিহোরে একটি বেসরকারি হাসপাতালে এক চিকিৎসককে মারধরের অভিযোগে গ্রেফতার তিন। শনিবার...

পুজোর মরশুমে বড় স্বস্তি! নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে লাগাম, আশ্বাস কেন্দ্রের

আসন্ন উৎসবের সময়ে প্রয়োজনীয় পণ্যের দামে কোনো বৃদ্ধি হবে না বলে কেন্দ্রীয় সরকারের আশ্বাস।...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?