Homeখবরদেশপেজার বিস্ফোরণ ইজরায়েলের মাস্টারস্ট্রোক, সাপ্লাই চেন নিয়ে ভারতকেও সতর্ক থাকার আহ্বান সেনাপ্রধানের

পেজার বিস্ফোরণ ইজরায়েলের মাস্টারস্ট্রোক, সাপ্লাই চেন নিয়ে ভারতকেও সতর্ক থাকার আহ্বান সেনাপ্রধানের

প্রকাশিত

নয়াদিল্লি: হিজবুল্লার বিরুদ্ধে চালানো ইজরায়েলের ‘এক্সপ্লোসিভ পেজার’ হামলাকে ‘মাস্টারস্ট্রোক’ বলে আখ্যা দিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। একটি অনুষ্ঠানে বক্তৃতা করার সময় তিনি ইজরায়েলের এই পদক্ষেপকে বহু বছরের প্রস্তুতির ফলাফল হিসেবে বর্ণনা করেন। পাশাপাশি বলেন, ভারতকেও সাপ্লাই চেনের বিষয়ে সতর্ক থাকতে হবে।

সেনাপ্রধান বলেন, “মনে রাখবেন যেদিন থেকে লড়াই শুরু হয়, সেদিন থেকে যুদ্ধ শুরু হয় না। বরং সেদিন থেকে শুরু হয় যেদিন আপনি পরিকল্পনা করতে শুরু করেন।”

জেনারেল দ্বিবেদী আরও বলেন, ইজরায়েল প্রথমে হামাসকে টার্গেট করে ধ্বংস করে এবং পরে হিজবুল্লার দিকে দৃষ্টি ফেরায়। ইজরায়েলের তৈরি শেল কোম্পানির মাধ্যমে হিজবুল্লার কাছে পাঠানো রিগড ডিভাইসগুলির ব্যবহার ছিল অসাধারণ কৌশল।

গত মাসে, লেবাননে হিজবুল্লার সদস্যদের কাছে থাকা পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ফলে প্রায় ৪০ জন নিহত এবং ৩,০০০ জনেরও বেশি আহত হয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, এই ডিভাইসগুলো তৈরি করার জন্য ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ একটি শেল কোম্পানি তৈরি করেছিল। এটিকে বিশেষজ্ঞরা “সাপ্লাই চেন অ্যাটাক” বলে উল্লেখ করেন, যেখানে সরবরাহ ব্যবস্থায় ঢুকে পণ্যগুলিতে বিস্ফোরক বসানো হয়েছিল।

এই ঘটনার প্রেক্ষিতে সেনাপ্রধান দ্বিবেদী ভারতকেও সাপ্লাই চেনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “আমাদের অবশ্যই সাপ্লাই চেন বিঘ্নিত হওয়া বা আক্রমণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। প্রযুক্তিগত ও ম্যানুয়াল পর্যায়ে বিভিন্ন স্তরের পরীক্ষা-নিরীক্ষা থাকা উচিত যাতে এমন ঘটনা আমাদের ক্ষেত্রে না ঘটে।”

এই মন্তব্যের মাধ্যমে ভারতীয় সেনাপ্রধান যুদ্ধের আধুনিক কৌশল এবং সাপ্লাই চেনের ওপর নজরদারির গুরুত্ব তুলে ধরেছেন। তাঁর মতে, ইজরায়েলের এই পদক্ষেপ দেখে ভারতেরও সতর্ক থাকা উচিত, বিশেষত প্রযুক্তি আমদানির ক্ষেত্রে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

আরও পড়ুন

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...