Homeখবরদেশ'এসেছে নতুন আহ্বান, তিক্ততা ভুলে এগিয়ে যেতে হবে', নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর...

‘এসেছে নতুন আহ্বান, তিক্ততা ভুলে এগিয়ে যেতে হবে’, নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর প্রথম বক্তৃতা

প্রকাশিত

নয়াদিল্লি: ভারতীয় রাজনীতির ইতিহাসে আজ (১৯ সেপ্টেম্বর, ২০২৩) একটি ঐতিহাসিক দিন। পুরনো সংসদ ভবনকে বিদায় জানিয়ে এ দিন আনুষ্ঠানিক ভাবে খুলে গেল নতুন সংসদ ভবনের দরজা।

মঙ্গলবার নতুন সংসদ ভবনে শুরু লোকসভার কাজ। নতুন সংসদ ভবনে নিজের প্রথম বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদী বলেন, “চন্দ্রযান ৩-এর সাফল্যে ভারত গর্বিত। আমরা নতুন সংকল্প নিয়ে নতুন সংসদ ভবনে এসেছি। তিক্ততা ভুলে এগিয়ে যেতে হবে। এই ভবনটি নতুন। সব আয়োজনই নতুন। সবকিছুই নতুন, তবে অতীত এবং বর্তমানের সংযোগকারী একটি বিশাল ঐতিহ্য রয়েছে যা নতুন নয়, এটি পুরনো”।

নতুন সংসদ ভবনে কাজ শুরুর আগে মোদী বলেন, “আমরা সবাই আমাদের শ্রমিক-কর্মীদের, আমাদের ইঞ্জিনিয়ারদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। তাঁদের নির্মিত এই ভবন সবাইকে অনুপ্রাণিত করতে চলেছে। এজন্য পরিশ্রম ও ঘাম ঝরিয়েছেন ৩০ হাজারের বেশি শ্রমিক।”

নতুন সংসদে এ দিন প্রধানমন্ত্রী মোদী বলেন, “মহিলাদের ইতিহাস গড়ার এটাই সময়। মহিলাদের সংরক্ষণ নিয়ে অনেক আলোচনা হয়েছে। মহিলা সংরক্ষণ বিল অনুমোদন করেছে মন্ত্রীসভা। আজ আমাদের সরকার সংবিধান সংশোধনী বিল পেশ করতে যাচ্ছে। মহিলারা লোকসভা এবং বিধানসভায় সংরক্ষণ পাবেন.. মহিলা সংরক্ষণ বিল বহুবার আনা হয়েছিল, কিন্তু ঈশ্বর আমাকে অনেক পবিত্র কাজের জন্য বেছে নিয়েছেন”।

এ দিন নির্ধারিত সময় মেনে সকাল সাড়ে ৯টা নাগাদই সরকার ও বিরোধী দলের সকল সাংসদ পুরানো সংসদ ভবনে এসে পৌঁছন। পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে বিশেষ ফোটোসেশন ও অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সংবিধানের অনুলিপি নিয়ে হেঁটে নতুন সংসদ ভবনে যান। সেসময় সব সংসদ সদস্য পায়ে হেঁটে তাঁকে অনুসরণ করেন।

পার্লামেন্টের বিশেষ অধিবেশনের প্রথম দিন বক্তৃতা করার সময়ই প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, “আমরা ভবিষ্যতের আশা নিয়ে এই ভবনটি (পুরনো সংসদ ভবন) ছেড়ে চলে যাচ্ছি… আজকে সেই সাড়ে সাত হাজার জন সাংসদকে স্মরণ করার দিন যাঁরা এখানে কাজ করেছেন… এই ভবনের প্রতিটি ইটকে আমি স্যালুট জানাই।” একই সঙ্গে গত ৯ বছরে যোগ করা মাইলফলকগুলির কথাও স্মরণ করেন তিনি। যেগুলির মধ্যে রয়েছে ৩৭০ ধারা বাতিল করা এবং “এক দেশ এক কর” জিএসটি ব্যবস্থা প্রবর্তন, ইত্যাদি।

উল্লেখ্য, ১৯২৭ সালে দরজা খুলেছিল পুরনো সংসদ ভবনের। সেই হিসেবে এই ভবনের বয়স প্রায় ৯৬ বছর। এ দিন পুরানো সংসদ ভবনের সেন্ট্রাল হলে বসে যৌথ অধিবেশন। এটাই এই সংসদ ভবনের শেষ অধিবেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকর, স্পিকার ওম বিড়লা-সহ শাসক ও বিরোধী দলের সব সাংসদরা এই যৌথ অধিবেশনে উপস্থিত। সংসদের প্রবীণতম সদস্য হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, জেএমএম নেতা শিবু সোরেন এবং বিজেপি সাংসদ মানেকা গান্ধীকে বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুন: রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির ফিনান্স অফিসারদের বৈঠকে ডাকল উচ্চ শিক্ষা দফতর

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

ডিজিটাল অ্যারেস্ট! প্রতারণার নয়া ফাঁদে ৫৯ লক্ষ টাকা খোয়ালেন চিকিৎসক

প্রতারণার নয়া ফাঁদে পড়ে ৫৯ লক্ষ খোয়ালেন নয়ডার এক মহিলা চিকিৎসক। প্রতারকরা তাঁকে বলেছিল,...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?