Homeখবরদেশ'সংবিধানের প্রতি ভালবাসা... অধিকার নেই', জরুরি অবস্থার ৫০তম বর্ষপূর্তিতে কংগ্রেসকে কটাক্ষ মোদীর

‘সংবিধানের প্রতি ভালবাসা… অধিকার নেই’, জরুরি অবস্থার ৫০তম বর্ষপূর্তিতে কংগ্রেসকে কটাক্ষ মোদীর

প্রকাশিত

নয়াদিল্লি: মঙ্গলবার, ভারতের জরুরি অবস্থার ৫০ তম বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন। অষ্টাদশ লোকসভার দ্বিতীয় দিনের অধিবেশন শুরুর আগে মোদী নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একাধিক টুইট করে এই দিনটির স্মৃতি স্মরণ করিয়ে দেন। মোদী লিখেছেন, “যারা জরুরি অবস্থা জারি করেছিল, তাদের সংবিধানের প্রতি ভালবাসা দেখানোর কোনও অধিকার নেই।”

সোমবার সংসদের প্রথম দিনেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদরা হাতে সংবিধান নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান। মোদী যখন সংসদের ভিতর শপথ বাক্য পাঠ করতে ওঠেন, তখন রাহুল গান্ধী বেঞ্চে বসে মোদীর উদ্দেশে সংবিধান প্রদর্শন করেন। পরে সংসদ থেকে বেরিয়ে রাহুল গান্ধী বলেন, “মোদী এবং বিজেপি সংবিধানকেই শেষ করতে চান। আমাদের সেই সংবিধানকে রক্ষা করার লড়াই করতে হচ্ছে।” মনে করা হচ্ছে, মঙ্গলবার সেই সংবিধানকে হাতিয়ার করেই কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানালেন মোদী।

১৯৭৫ সালের ২৫ জুন, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে জরুরি অবস্থা জারি করা হয়। সাময়িকভাবে সমস্ত নাগরিক অধিকার স্থগিত করা হয় এবং বিরোধী নেতাদের গ্রেফতার করে জেলে পাঠানো হয়। সংবাদমাধ্যমের উপরেও কঠোর নজরদারি আরোপ করা হয়। এই পরিস্থিতি চলেছিল টানা ২১ মাস, ১৯৭৭ সাল পর্যন্ত। ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস পরাজিত হয়।

মোদী তার টুইটে লেখেন, “জরুরি অবস্থার কালো দিন আমাদের মনে করিয়ে দেয় যে, কীভাবে কংগ্রেস মৌলিক স্বাধীনতা কেড়ে নিয়েছিল এবং ভারতের সংবিধানকে পদদলিত করেছিল।” তিনি আরও দাবি করেন, ক্ষমতায় টিকে থাকতে কংগ্রেস সরকার সেই সময় সমস্ত গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার করেছিল।

এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কটাক্ষে কংগ্রেস কীভাবে প্রতিক্রিয়া জানায়, তা দেখার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল। বিরোধীরা অভিযোগ করেছেন, মোদী সরকারও সংবিধানকে অবমাননা করছে এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে আঘাত করছে। তবে মোদীর এই মন্তব্যে শাসকদলও কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াতে সক্ষম হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

সোমবারের বিক্ষোভ এবং মঙ্গলবারের প্রতিক্রিয়া স্পষ্টভাবে দেখাচ্ছে, জরুরি অবস্থার স্মৃতি এখনও ভারতের রাজনীতিতে জীবন্ত এবং এই বিষয়টি নিয়ে আলোচনা এখনও রাজনৈতিক অঙ্গনে উষ্ণতা বাড়ায়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।