Homeখবরদেশ৪০ আসনের চ্যালেঞ্জ! মমতার মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে বিঁধলেন মোদী

৪০ আসনের চ্যালেঞ্জ! মমতার মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে বিঁধলেন মোদী

প্রকাশিত

নয়াদিল্লি: রাষ্ট্রপতির বাজেট ভাষণের উপর রাজ্যসভায় জবাবি বক্তব্য রাখতে গিয়ে বুধবার কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে বিঁধলেন তিনি।

এর আগে লোকসভায় দাঁড়িয়ে বিরোধীদের উদ্দেশে বড়োসড়ো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন, এ বার বিজেপি ৩৭০ আসন পাবে, ৪০০ আসনের বেশি পাবে এনডিএ। এ দিন কংগ্রেসের ঝুলিতে কটা আসন যেতে পারে, সে বিষয়েই ইঙ্গিতবাহী মন্তব্য করলেন মোদী।

তিনি বলেন, “পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে, কংগ্রেস ৪০ পার করতে পারবে না। আমি চাই কংগ্রেস ৪০ আসন রক্ষা করুক।” উল্লেখযোগ্য ভাবে, হাতশিবিরকে নিশানা করতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের রেশ ধরেই কটাক্ষ ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী।

কড়া ভাষায় সমালোচনা করে মোদী আরও বলেন, “কংগ্রেস দীর্ঘদিন দেশকে শাসন করেছে। ক্ষমতায় ছিল বহু দিন। কংগ্রেসের ভাবনাচিন্তা আউটডেটেড হয়ে গিয়েছে, তাই তারা আউটসোর্সিং করছে। কংগ্রেসের পতন দেখে আমার কষ্ট হয়। আমার সমবেদনা রইল ওদের জন্য।”

প্রসঙ্গত, কিছুদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন কংগ্রেসের উদ্দেশে। তিনি বলেন, “কংগ্রেস সারা ভারতে ৩০০ আসনে লড়ে ৪০টা পাবে কি না সন্দেহ আছে। এরপরেও এত অহংকার, এত অলঙ্কার।” একই সঙ্গে কংগ্রেসকে বিজেপির চ্যালেঞ্জ সামলানোর বার্তাও দেন তিনি। মমতা বলেন, ‘‘আগে নিজের জায়গা দেখাও! পারলে বারাণসীতে গিয়ে বিজেপিকে হারাও। রাজস্থান তোমরা জেতা জায়গা হেরেছ। মধ্যপ্রদেশে গিয়ে বিজেপিকে হারাও।’’ 

আরও পড়ুন: 

২০১৯ সালে ৩০৩, এ বার ৩৭০ আসনের দাবি! প্রধানমন্ত্রী মোদীর ভবিষ্যদ্বাণীর নেপথ্যে রয়েছে কোন অঙ্ক

‘বিজেপি ৩৭০, এনডিএ ৪০০ পার’, সংসদে দাঁড়িয়ে দাবি প্রধানমন্ত্রী মোদীর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।