Homeখবরদেশবিরোধীদের বয়কট, রবিবার কড়া নিরাপত্তায় নতুন সংসদ ভবনের উদ্বোধন

বিরোধীদের বয়কট, রবিবার কড়া নিরাপত্তায় নতুন সংসদ ভবনের উদ্বোধন

প্রকাশিত

নয়াদিল্লি: বিরোধী দলগুলির বয়কটের মধ্যেই রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিনই ঐতিহাসিক রাজদণ্ড সেঙ্গোল বসানো হবে নতুন সংসদে।

নতুন সংসদ ভবন প্রস্তুত। আড়াই বছরে সম্পূর্ণ হওয়া এই ভবনটি হাই-টেক এবং ভারতীয় শিল্প ও সংস্কৃতিতে সজ্জিত। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রবিবার সকালে দ্বারোদ্ঘাটন হবে গণতন্ত্রের নয়া পীঠস্থান, নতুন সংসদ ভবনের।

উত্তর প্রদেশের মির্জাপুরের কার্পেট, ত্রিপুরার বাঁশের মেঝে এবং রাজস্থানের পাথরে খোদাই করা নতুন সংসদ ভবন ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে প্রতিফলিত করে। ঐতিহাসিক ঘটনাটি চিহ্নিত করতে সরকার একটি ৭৫ টাকার স্মারক মুদ্রা জারির ঘোষণা করেছে। ত্রিভুজাকার আকৃতির চার তলা বিল্ডিংটির বিল্ট-আপ এলাকা ৬৪,৫০০ বর্গ মিটার। এর তিনটি প্রধান ফটক রয়েছে – জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্মদ্বার। ভিআইপি, সাংসদ এবং দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশদ্বার রয়েছে।

আরও পড়ুন: এ বার আসছে ৭৫ টাকার কয়েন! কী রকম দেখতে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। নতুন ভবন উদ্বোধনে সংসদের উভয় কক্ষের সদস্যদের পাশাপাশি দেশের বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও কংগ্রেস-সহ আরও কয়েকটি বিরোধী দল উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা করেছে।

নতুন সংসদ ভবনটি পুরনোটির চেয়ে অনেক বড়। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের একটি নতুন নামও দিতে পারেন বলে মনে করা হচ্ছে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের মতে, পুরনো ভবনে সংসদ সদস্যদের বসার জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় দীর্ঘদিন ধরেই নতুন সংসদের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল।

আরও পড়ুন: দেশের নতুন সংসদ ভবনের ভিতরটা কেমন দেখতে?

এই পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে নয় সংসদ ভবন কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার দীপেন্দ্র পাঠক বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আগামীকাল নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আইনশৃঙ্খলা ঠিক রাখা। তাই আগামীকালের অনুষ্ঠানের সময় নতুন সংসদ ভবন চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হবে বলে আমরা নিশ্চিত করছি।”

আরও পড়ুন: পথ দেখালেন মমতা, নীতি আয়োগ বৈঠক বয়কট ১০ অবিজেপি মুখ্যমন্ত্রীর

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।