নয়াদিল্লি: পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (POK) কিছু দিন পরে নিজেরাই ভারতের সঙ্গে মিশে যাবে। সোমবার এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং অবসরপ্রাপ্ত প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভিকে সিং।
চলতি বছরের শেষের দিকে রাজস্থানে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে রাজস্থানের দউসায় গিয়ে এমনই মন্তব্য করেন প্রাক্তন সেনাপ্রধান।
সম্প্রতি চিনের প্রকাশিত একটি নয়া মানচিত্র ঘিরে তুমুল বিতর্ক বাঁধে। যেখানে ভারতের অরুণাচলপ্রদেশকে চিনের অন্তর্ভুক্ত বলে দাবি করা হয়েছিল। যা নিয়ে সেসময় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কড়া প্রতিক্রিয়া জানান। চিনের ওই নয়া মানচিত্রের প্রেক্ষিতে পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে ভিকে সিংকে প্রশ্ন করা হয়। যার উত্তরে তাঁর দাবি, “পাক-অধিকৃত কাশ্মীর আপনে আপ ভারতের সঙ্গে যোগ দেবে। একটু ধৈর্য ধরুন (পিওকে আপনে আপ ভারত কে অন্দর আয়েগা। থোড়া ঠাণ্ডা রাখ)।”
তবে সরকার পিওকে নিয়ে সবসময়ই নিজের অবস্থানে অনড় রয়েছে। পাক-অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। অন্য দিকে, কাশ্মীর নামটি উল্লেখ করার জন্য পাকিস্তান এবং তার বন্ধুদেশ চিনের ভারতের এই অবস্থানকে বরাবরই সমালোচনা করে এসেছে।
গত মে মাসে গোয়ায় এসসিও সম্মেলনের সময়, বিদেশমন্ত্রী জয়শঙ্কর জম্মু ও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের প্রচার এবং টাকা জোগানোর জন্য পাকিস্তানের কড়া নিন্দা করেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, পাকিস্তান কবে সেখানকার “বেআইনি ভাবে দখলকৃত অঞ্চলগুলি খালি করবে”। মজার বিষয় হল, তিনি তৎকালীন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির উপস্থিতিতে এই মন্তব্য করেছিলেন।
গত বছর, জয়শঙ্কর বলেছিলেন যে পিওকে ভারতের একটি অংশ এবং একদিন এর উপর শারীরিক কর্তৃত্ব পাবে দেশ। তাঁর কথায়, “পিওকে নিয়ে আমাদের নির্দিষ্ট অবস্থান সবসময়ই ছিল এবং সবসময়ই খুব স্পষ্ট থাকবে। পিওকে ভারতেরই অংশ”।
আরও পড়ুন: রাজ্য মন্ত্রিসভায় রদবদল, বাবুলের পর্যটন ফের গেল ইন্দ্রনীলের হাতে, গুরুত্ব বাড়ল জ্যোতিপ্রিয়র