আগরতলা: নিজের পকেটের করি খরচ করে নয়। সাধারণ জনতার টাকা দিয়ে বিধানসভা নির্বাচনে লড়বেন রাজ পরিবারের সদস্য প্রদ্যোত বর্মন। একথা নিজেই জানিয়েছেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত বিক্রম মানিক্য দেব বর্মন। চাঁদা তুলে ভোট হবে, এমনটাই জানিয়েছেন তিনি। কোন ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে টাকা সেই তথ্য নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন এই নেতা।
রাজ পরিবারের সদস্য প্রদ্যোত দেববর্মন টুইট করে লেখেন, ‘ আমরা একটা ছোট দল। বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি তাতে স্বচ্ছতা আনা ভীষণ প্রয়োজন। কেউ যদি নির্বাচনের সময় আমাদের তহবিলে টাকা পাঠাতে চান তাহলে এই নম্বরে টাকা পাঠাতে পারেন’।
২০২১ সালে আদিবাসী নির্বাচনে তিপ্রা মোধা জয়ী হওয়ার পর থেকেই অস্তিত্ব বেড়েছিল শাসক দল বিজেপির। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত বিক্রম মানিক্য দেব বর্মন। এরপরই বিধানসভা নির্বাচনে একা লড়াইয়ের কথা ঘোষণা করেন প্রদ্যোত বিক্রম মানিক্য দেব বর্মন। যদিও ৬০ টি আসনের মধ্যে ৪২ টি আসনে প্রার্থী দিয়েছে তাঁর দল।
যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করেছিল, চলতি বছরের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করতে চলেছে এই দল। তবে প্রদ্যোতের দাবি ছিল গ্রেটার তিপ্রাল্যান্ডের। তিনি নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই জানিয়েছিলেন, যে দল লিখিতভাবে গ্রেটার তিপ্রাল্যান্ড গড়ার প্রতিশ্রুতি দেবে, তার সঙ্গে জোট বাঁধতে রাজি। কিন্তু তৃণমূল বা বিজেপি, কোনও দলই লিখিতভাবে সেই প্রতিশ্রুতি দিতে রাজি না হওয়ায় কারোর সঙ্গেই জোটের আলোচনা সফল হয়নি।