Homeখবরদেশউত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে সব ব্যবস্থা করবে কেন্দ্র, আশ্বাস প্রধানমন্ত্রীর

উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে সব ব্যবস্থা করবে কেন্দ্র, আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশিত

দেহরাদুন: আজ নবম দিন। চারধাম প্রকল্পের সিল্কায়ারা সুড়ঙ্গে এখনও আটকে আছেন ৪১ জন শ্রমিক। তাঁদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে, যদিও তাঁদের উদ্ধারের সব রকম চেষ্টা জারি আছে।

সোমবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আটক শ্রমিকদের উদ্ধার করার জন্য প্রয়োজনীয় সব রকম সরঞ্জাম কেন্দ্রীয় সরকারের তরফে ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

উত্তরাখণ্ডের সিএমও (মুখ্যমন্ত্রীর অফিস) থেকে বলা হয়েছে, “উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়েছে। উত্তরকাশীর সিল্কায়ারা সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য এবং তাঁদের ত্রাণের জন্য যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, প্রয়োজনীয় সব রকম সরঞ্জাম ও সম্পদ কেন্দ্রীয় সরকার সরবরাহ করবে।”

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে আটক শ্রমিকদের নিরাপদে উদ্ধার করা হবেই। তিনি বলেন, “আটক শ্রমিকদের মনের জোর ধরে রাখাটাই সবচেয়ে বড়ো ব্যাপার।” ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, আটকে থাকা ৪১ শ্রমিককে উদ্ধার করাটাই সরকারের প্রথম কাজ।

শুকনো ফল, মাল্টিভিটামিন এবং অ্যান্টিডিপ্রেস্যান্ট পাঠানো হচ্ছে

আটক শ্রমিকরা যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন তার জন্য তাঁদের কাছে শুকনো ফল এবং মাল্টিভিটামিন ট্যাবলেটের পাশাপাশি অ্যান্টিডিপ্রেস্যান্টও পাঠানো হচ্ছে। খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় বস্তু পাঠানোর জন্য এনএইচআইডিসিএল আর-একটি ছ’ ইঞ্চি ব্যাসবিশিষ্ট পাইপলাইন খুঁড়ছে। ৬০ মিটারের মধ্যে ৩৯ মিটার খোঁড়া হয়ে গিয়েছে।

কেন্দ্রীয় পরিবহণ ও জাতীয় সড়ক দফতরের সচিব অনুরাগ জৈন জানিয়েছেন, আটকে থাকা শ্রমিকদের নিরাপদে উদ্ধার করে আনার ব্যাপারে সরকার দৃঢ়বিশ্বাসী। হয়তো এই কাজে কিছুটা সময় লাগতে পারে। তিনি বলেন, “নতুন টানেলটা তৈরি হয়ে গেলে আরও খাদ্যসামগ্রী পাঠানোর সুবিধা হবে। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে।”

জৈন জানান, শ্রমিকদের কাছে পৌঁছোনোর জন্য এবং তাঁদের উদ্ধার করে আনার জন্য পাঁচটি এজেন্সি পাঁচটি বিকল্প উপায় নিয়ে একযোগে কাজ করছেন।“ ভিতরে বিদ্যুৎ রয়েছে, সুতরাং আলো জ্বলছে। পাইপলাইন রয়েছে, তাই জল সরবরাহ স্বাভাবিক আছে। চার ইঞ্চি পাইপ আছে। এটা কম্প্রেশনের জন্য ব্যবহার করা হচ্ছে এবং প্রথম দিন থেকেই এর মাধ্যমে খাবার যাচ্ছে।”

উদ্ধারকাজ কতটা এগোল সে সম্পর্কে বলতে গিয়ে পরিবহণ সচিব বলেন, সরকার সব সময় শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। তাঁরা যাতে মানসিক ভাবে ভেঙে না পড়েন তার জন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে। তাঁর কথায়, “যে এলাকায় তাঁরা আটকে আছেন সেটা ২ কিমি দীর্ঘ এবং সাড়ে ৮ মিটার উঁচু। এখানে সুড়ঙ্গের কংক্রিটের কাজ হয়ে গিয়েছে।”

আরও পড়ুন

১৭০ ঘণ্টা পার! উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে আর কত দিন সময় লাগবে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।