নয়াদিল্লি: ২০২২-২৩ আর্থিক বছরের জন্য সদস্যদের আমানতের উপর ৮.১৫ শতাংশ সুদের হার ঘোষণা করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF)। ২০২০-২১ অর্থবর্ষে ৮.৫ শতাংশ হারে ইপিএফে সুদ পেয়েছিলেন প্রায় পাঁচ কোটি গ্রাহক। ২০২১-২২ অর্থবর্ষে তা নামিয়ে ৮.১ শতাংশে নিয়ে আসা হয়েছিল। এ বার তা নামমাত্র ০.০৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT) এ দিনের বৈঠকে ২০২২-২৩ আর্থিক বছরের জন্য ইপিএফ-এ ৮.১৫ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইপিএফ-এ আমানতের উপর সুদের হার বাড়ানোর এই সিদ্ধান্ত পাঠানো হবে অর্থমন্ত্রকের কাছে। মন্ত্রক সবুজ সংকেত দিলেই গ্রাহকেরা বর্ধিত হারে সুদ পাবেন। তবে সুদ আগের চেয়ে বাড়ানো হল ঠিকই, কিন্তু তা প্রত্যাশা পূরণ করতে পারল না বলেই মনে করছেন অনেকে।
শেষ কয়েক বছরে ইপিএফে সুদের হার
২০২১-২২: ৮.১০ শতাংশ
২০২০-২১: ৮.৫০ শতাংশ
২০১৯-২০: ৮.৫০ শতাংশ
২০১৮-১৯: ৮.৬৫ শতাংশ
২০১৭-১৮: ৮.৫৫ শতাংশ
২০১৬-১৭: ৮.৬৫ শতাংশ
২০১৫-১৬: ৮.৮০ শতাংশ
২০১৪-১৫: ৮.৭৫ শতাংশ
২০১৩-১৪: ৮.৭৫ শতাংশ
২০১২-১৩: ৮.৫০ শতাংশ
২০১১-১২: ৮.২৫ শতাংশ
আরও পড়তে পারেন: সাভারকারের মতো সংবেদনশীল বিষয়ে মন্তব্য নয়, উদ্ধব ঠাকরে সরে দাঁড়ানোয় কৌশল বিরোধীদের