প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৯ সালের সেই ফৌজদারি মানহানির মামলায় বৃহস্পতিবার রায় শোনাল গুজরাতের সুরাতের একটি আদালত। দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে কংগ্রেস নেতাকে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার আদালতে সশরীরে উপস্থিত তিনি। তাঁর উপস্থিতিতেই সুরাতের জেলা আদালতে এই সাজা ঘোষণা করেন। সাজা ঘোষণার পরই জামিনের আবেদন করেছিলেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই কংগ্রেস সাংসদের জামিন মঞ্জুর হয়ে গিয়েছে।
তবে ৩০ দিনের জন্য তাঁর জামিন মঞ্জুর হয়েছে। জেলা আদালতের রায়কে এর মধ্যে চ্যালেঞ্জ জানাতে পারবেন তিনি। তবে আদালতের এই দু’বছরের সাজা ঘোষণায় সাংসদ পদ বাতিল হওয়ার আশঙ্কা থেকেই যায়।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানায় রেখে রাহুল গান্ধী স্লোগান তুলেছিলেন, ‘চৌকিদার চোর হ্যায়’। কর্নাটকে প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, ‘‘সব চোরেদের পদবি ‘মোদী’ হয় কেন?’’ আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদী, ব্যাঙ্ক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা টেনেছিলেন তিনি।
ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে মানহানির মামলা করেছিলেন গুজরাতে বিজেপি নেতা পূর্ণেশ মোদী। মামলাকারীর অভিযোগ ছিল, গোটা মোদী সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় রাহুলের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল। তবে সাজা শোনানোর পরই জামিন মিলে যাওয়ায় আপাতত জেলে যাওয়া থেকে রেহাই পেলেন কংগ্রেস সাংসদ!
আরও পড়ুন: কলকাতায় আংশিক মেঘলা আকাশ, ফিরছে অস্বস্তিকর গরম